শিয়ালদহ আদালতে (Sealdah Court) আরজি কর কাণ্ডের মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর কলকাতা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের নেতারা ঘোষ। তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায় গিয়েছে। আগামী সোমবার তাঁকে সাজা শোনানো হবে। যদিও এদিনও আদালতে বিচারক অনির্বাণ দাসের সামনে কাঠগড়ায় দাড়িয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বারবার বলছিলেন যে তিনি দোষী নন, তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও কারা তাঁকে ফাঁসাচ্ছে বা এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা, সেই বিষয়ে তিনি চুপ থাকছেন। ফলে একাংশের মতে, তিনি পিঠ বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

পুলিশের প্রশংসায় কুণাল

শনিবার সাজা ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর মতে, আদালত আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে যে দোষী সাব্যস্ত করলেন, তার থেকে এটাই প্রমাণ যে কলকাতা পুলিশ এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে যে গ্রেফতার করেছিল তা একেবারে সঠিক ছিল। এবং তাঁদের তদন্ত প্রক্রিয়া একেবারে ঠিক ছিল। এবং পরবর্তীকালে যাঁরা সিবিআই তদন্তের দাবি করেছিলেন, তাঁরাও দেখলেন সিবিআই তদন্তে কলকাতা পুলিশের গ্রেফতারিই মান্যতা পেয়েছে। ফলে এরা এখন সিবিআই চাইছে না। আসলে এরা রাজনৈতিক বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে ধর্ষণ মামলার দ্রুত তদন্ত

কুণাল আরও বলেন, "আরজি কর ঘটনার পর কিন্তু রাজ্যে তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে। সবগুলিতেই রাজ্যে পুলিশ তদন্ত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ঘটনার দ্রুত তদন্ত হয়েছে। এবং দোষীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। ফলে সেই ঘটনাগুলিতে যে দ্রুত তদন্ত হয়েছে তাঁর সম্পূর্ণ কৃতিত্ব রাজ্য সরকারের, পুলিশের, তদন্তকারী আধিকারিক, আইনজীবী সকলের"।