লখনউ, ৪ ডিসেম্বর: আইন পাশ হতে না হতেই ভিন ধর্মে বিয়ের অনুষ্ঠানে হাজির যোগীর পুলিশ। বুধবার উত্তর প্রদেশের লখনউয়ের ডুডা কলোনিতে বসেছিল বিয়ে আসর। বর মুসলিম ধর্মাবলম্বী আর কনে হিন্দু ধর্মাবলম্বী। দুই পরিবারের সম্মতিতেই হচ্ছিল বিয়ে। কিন্তু কোনওভাবেই খবরটি পৌঁছে যায় থানায়। বুধবার যখন বিয়েবাড়িতে সাজসাজ রব পড়েছে। বিয়ের আচার অনুষ্ঠান পালন চলছে। ঠিক সেসময় মূর্তিমান উপদ্রবের মতো সেখানে হাজির হয় লখনউ পুলিশ। দুই পরিবারকে সাফ জানিয়ে দেওয়া হয়। এই বিয়ে এখনই বন্ধ করতে হবে। কেন না রাজ্যে ভিন ধর্মের বিয়ে নিষিদ্ধ আইন (Unlawful Conversion of Religion Ordinance) আসতে চলেছে। সেই সংক্রান্ত সরকারি নথিও তুলে দেওয়া হয় বরপক্ষ ও কনেপক্ষর হাতে। আরও পড়ুন-GDP Growth For 2021: ২০২১-এর আনুমানিক জিডিপি গ্রোথ মাইনাস ৭.৫ শতাংশ, ৪ শতাংশেই অপরিবর্তিত থাকছে রিজার্ভ ব্যাংকের রেপোরেট
এখানেই শেষ নয়, পুলিশের সঙ্গে বরের বাড়ির লোকজন ও কনের বাড়ির লোকজনকে যেতে হয় থানায়। এক কথায় বিবাহ বাসর থেকে পুলিশ দুই পরিবারের কর্তাদের থানায় টেনে নিয়ে যায়। সেখানে গিয়ে রীতিমতো দুজনকে দিয়েই এই মর্মে লিখিয়ে নেওয়া হয় মুচলেকা যে, যতক্ষণ না লখনউয়ের জেলা শাসক এই বিয়েতে অনুমতি দিচ্ছেন ততক্ষণ বিয়ে হবে না। দুই তরফই তা মেনে নয়। এবং জেলা শাসকের দপ্তরে বিয়ের অনুমতি কল্পে আবেদনও জানান পরিবারের কর্তারা। সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুললেও জানান গিয়েছে, দুই পরিবারের সম্মতিতে বসেছিলে বিয়ের আসর। এই বিয়ের সঙ্গে ধর্মান্তরণের মতো কোনও বিষয় জড়িয়ে নেই। পুলিস অফিসারদের বক্তব্য ও হিন্দু আইন অনুসারে এই বিয়ে আপাত্ত স্থগিত থাকছে যতক্ষণ না সবদিক খতিয়ে দেখে জেলাশাসক মত না দেন।