জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় (Kathua district) গতকাল (২৭ মার্চ) থেকে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত চারদিন ধরে নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজবাগের ঘাটি জুঠানা (Juthana Area) এলাকায় একজন জঙ্গিকে দেখা গেলে নিরাপত্তা বাহিনী তাকে ধরার চেষ্টা করে। এরপরই দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। কাঠুয়া জেলার জুথানার সুফাইন বনাঞ্চলে (Sufain forest area) গত রাতে সংঘর্ষে তিনজন জঙ্গি এবং তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DYSP) এবং একজন প্যারা কমান্ডো সহ আরও চারজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, একজন অফিসারকে জম্মু জিএমসি, অন্যজনকে কাঠুয়া জিএমসি এবং প্যারা কমান্ডোকে বিমানে করে পাঠানকোটের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্রের খবর তিন সন্ত্রাসবাদী নিহত হলেও তাদের মৃতদেহ উদ্ধার করা হয়নি। এলাকায় আরও বাহিনী পাঠানো হয়েছে। তবে নিরাপত্তা কর্মীদের সঙ্গে জঙ্গিদের প্রচণ্ড গুলির লড়াই চলছে গতকাল রাতে থেকে।
২৩শে মার্চ হিরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের সান্যাল গ্রামের কাছে যেখানে পাঁচজন সন্ত্রাসবাদীকে প্রথম দেখা গিয়েছিল সেখান থেকে সংঘর্ষস্থলটি প্রায় ৩০ কিলোমিটার দূরে। এই ঘটনার পর, একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করা হয়, কিন্তু তারা গুলির লড়াইয়ের পর পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর থেকে, বহুস্তরীয় চিরুনি অভিযান চলছে। কাশ্মীর পুলিশের ডিজিপি নলিন প্রভাত এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।