Alvida Jumma Mubarak: আজ বিদায় জুম্মা। জুমাতুল বিদা (Jumat-ul-Vida) মূলত রমজান মাসের শেষ জুম্মা বারকে বলা হয়। ইসলামে জুম্মার নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে, জুম্মা যদি রমজানের হয় তাহলে তার গুরুত্ব আরও বেড়ে যায়। জুম্মাবারে মুসলিম সম্প্রদায়ের ধর্ম পালন করা পুরুষরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন। রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুম্মা নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয়। রমজান মাসের আজকের জুম্মা বারটি বিশেষ গুরুত্বপূর্ণ।
জুম্মাবারে মুসলিম সম্প্রদায়ের ধর্ম পালন করা পুরুষরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন। এই দিনটিকে জামাতুল-বিদা, জুমুআতুল-বিদা বা আল-জুমুআ আল ইয়াতিমা হিসাবেও পালিত হয়। এই দিনে ১৪ রাকাত নামাজ পড়া হয়। জুমাতুল বিদার দিনে আপনার প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিন।



