GDP Growth For 2021:  ২০২১-এর আনুমানিক জিডিপি গ্রোথ মাইনাস ৭.৫ শতাংশ, ৪ শতাংশেই অপরিবর্তিত থাকছে রিজার্ভ ব্যাংকের রেপোরেট
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Photo Credits: IANS/File)

মুম্বই, ৪ ডিসেম্বর: ২০২১-এর আনুমনিক জিডিপি গ্রোথ হতে পারে মাইনাস ৭.৫ শতাংশ। এক্ষেত্র্রে জিডিপি-র স্থিতিশীলতায় বড় ভূমিকা নিতে চলেছে গ্রামীণ অর্থনীতি। এমনটাই আশা করা হচ্ছে। আবার অন্যদিকে তালি মিলিয়ে জিডিপি গ্রোথের চাহিদা বাড়ছে শহরেও। শুক্রবার এই তথ্য দিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das)। রিজার্ভ ব্যাংকের থেকে ঋণ নেয় যেসব ব্যাংকগুলো তাদের সুদের হার চার শতাংশই রাখা হচ্ছে। এক টেলিভিশন বার্তায় একথাই জানালেন শক্তিকান্ত দাস। অন্যদিকে বিপরীত মুখী সুদ ৩.৩৫ শতাংশ অব্যাহত থাকবে। এই নিয়ে চলতি বছরে তিনবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রাখল। মূলত দেশের আর্থিক পরিস্থিতি দীর্ঘদিন ধরেই তলানিতে এসে ঠেকেছিল। আরও পড়ুন-Kolkata: ডিসেম্বরের শুরুতেই দূষণে মুড়েছে কলকাতা, বৃহস্পতিবার সূচক রইল ৩৫০-এর বেশি

একে একে বন্ধ হয়ে যাচ্ছিল বিভিন্ন কলকারখানা। গাড়ি শিল্পে ছাঁটাই ছিল অব্যাহত। চলতি বছরের মার্চে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন শুরু হয়। আর লকডাউনের মধ্যে উৎপাদন পড়তে থাকায় বিভিন্ন সংস্থা লোকসান কমাতে কর্মী ছাঁটাই শুরু করে। এর জেরে দেশের মানুষ যেমন বেকার হতে শুরু করে। তেমনই অর্থনীতির হালও দিনের পর দিন বেহাল হতে শুরু করে। গত মার্চ থেকে সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসি রেপোরেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আগামী অর্থবর্ষ পর্যন্ত। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই দেসের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে মুখ খুললেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।