Indonesia President Prabowo Subianto (Photo Credit: X@ANI)

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। তবে তখন ভারতের কোনও সংবিধান সক্রিয় ছিল না। পরবর্তীকালে নবনিযুক্ত ভারত সরকার ১৯৪৭ সালে ২৯ অগাস্ট ডঃ বি আর আম্বেদকরকে চেয়ারম্য়ান হিসেবে নিযুক্ত করে সংবিধান তৈরির জন্য এই কমিটি গঠন করে। ১৯৪৭ সালের ৪ নভেম্বর সংবিধানের একটি আনুষ্ঠানিক খসড়া পেশ করা হয় গণপরিষদে।১৯৫০ সালের ২৪ জানুয়ারি সেই সংবিধান গৃহীত হয় চূড়ান্ত ভাবে। সংবিধান গৃহীত হলেও আগামী দুই দিনের জন্য কার্যকর হয় না সেই সংবিধান। ২৬ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বাস্তবায়িত হয় ভারতের সংবিধান।তাই দেশের জন্য এক গুরুত্বপূর্ণ দিন প্রজাতন্ত্র দিবস। এই বছর ৭৬তম প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে এই বছর কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো।

সূত্রের খবর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতোর এই মাসের শেষের দিকে ভারত সফরের জন্য প্রস্তুতি চূড়ান্ত, আগামী ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি ভারত সফর করছেন।রাষ্ট্রপতি সুবিয়ানতোর সঙ্গে একটি ৩৫০ সদস্যের ইন্দোনেশিয়ান সামরিক বাহিনী কর্তব্য পথের গ্র্যান্ড প্যারেডে যোগ দেবে। গত মাসে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জাকার্তায় সৈন্যদের পরিদর্শন করেছেন যারা কুচকাওয়াজে অংশ নেবেন।

 

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর আমন্ত্রণটি উন্নত করার ক্রমাগত উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে রাষ্ট্রপতি সুবিয়ান্তোর সফর দুই দেশের অংশীদারিত্বকে জোরদার করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সংযোগের ক্ষেত্রে কারণ ভারত তার "অ্যাক্ট ইস্ট" কর্মসূচির দশ বছর স্মরণ করছে৷

১৯৫০ সালে প্রথমবার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণো প্রধান অতিথি ছিলেন এবং তিনি   ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগদান করেছিলেন। তারপর থেকে, অসংখ্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন।২০১৮ সালে রাষ্ট্রপতি জোকো উইডোডোর সফর এবং রাষ্ট্রপতি সুসিলো বামবাং ইউধোয়োনোর ২০১১ সালের সফর তাঁর মধ্যে উল্লেখযোগ্য। ২০১৮ সালে, রাষ্ট্রপতি উইডোডো ভারত-আসিয়ান অংশীদারিত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে অন্যান্য আশিয়ান (ASEAN) নেতাদের সঙ্গে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।