ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২১ জুলাই: একদিনে আক্রান্ত ৩৭ হাজার ১৪৮ জন। সোমবার দিনভর করোনায় (Coronavirus Cases) মারা গিয়েছেন ৫৮৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৫৫ হাজার ১৯১। এই মুহূর্তে সংক্রামিত ৪ লক্ষ ২ হাজার ৫২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ২৪ পাজার ৫৭৮ জন। সবমিলিয়ে করোনার মৃত্যু মিছিলে শামিল ২৮ হাজার ৮৪ জন। মহামারী করোনায় বিধ্বস্ত ভারতে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ৬৯৫। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৩০ জনের।

এই মুহূর্তে দেশে করোনা বিধ্বস্ত দ্বিতীয় রাজ্যটি হল তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৬৭৮। করোনা বিধ্বস্ত তৃতীয় রাজ্য দিল্লিতে মোট আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৭৪৭ জন। আশার বিষয় এই যে ভারতে করোনায় মৃত্যুর হার দারুণভাবে কমছে। এই মুহূর্তের পরিসংখ্যান ২.৪৯ শতাংশ। যা বিশ্বের করোনা বিধ্বস্ত দেশগুলির মৃতের হারের তুলনায় লক্ষ্যণীয়ভাবে কম। আরও পড়ুন-Nepal: নেপালের বিধানসভা ভবনের অদূরে মিলল সন্দেহজনক বস্তু, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

এদিকে পশ্চিমবঙ্গে গোষ্ঠী-সংক্রমণ শুরু হয়েছে বলে জানিয়ে দিল রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে স্থির হয়েছে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আগের মতো সম্পূর্ণ লকডাউন-বিধি কার্যকর করবে সরকার। তবে আপাতত সপ্তাহে দু’দিন করে গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। সরকারের ইঙ্গিত, আগস্ট মাসেও এই পদ্ধতি কার্যকর থাকবে। বিভিন্ন জেলা থেকে পাওয়া সংক্রমণ-তথ্য, স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট, বিশেষজ্ঞদের বক্তব্য—এই সব কিছু নিয়ে এ দিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যসচিব রাজীব সিংহ, স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জি, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহ।