ভূতুড়ে ভোটার ইস্যুতে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। ভোটার তালিকায় ভূত ধরতে গত বৃহস্পতিবারই সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই নিয়ে কেন্দ্র সরকার, নির্বাচন কমিশন ও বিজেপিকেও নিশানা করেছেন তিনি। পাল্টা বিজেপি নেতারাও ছেড়ে কথা বলেননি। শুক্রবার এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, "সারা ভারতে বিগত কয়েকবছরে নির্বাচনের ইতিহাস ঘেঁটে দেখলে দেখতে পাবেন দেশের মধ্যে শুধুমাত্র এই রাজ্যতেই ভূতুড়ে ভোটার, ভোট লুঠ, ভোটের আগে হিংসা, ভোটের দিন হিংসা এবং তারপরেও হিংসার ঘটনা ঘটছে। আসলে রাজ্যের শাসক দল রোহিঙ্গা ও বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিয়ে ভোট করাচ্ছে। একসময় সিপিএমের আমলেও এই ধরনের ঘটনা ঘটত। তৃণমূল কংগ্রেসের আমলে কয়েকগুন এই ধরনের ঘটনা বেড়েছে"।

দেখুন অর্জুন সিংয়ের বক্তব্য

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)