Representational Image (Photo Credit: File Photo)

বেসরকারি মেডিকেল কলেজের হস্টেল থেকে উদ্ধার এক তরুণীর নিথর দেহ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) কাঁকসার মলানদীঘিতে। সেখানেরই বেসরকারি হাসপাতালের নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন বছর ২৩-এর সুপ্রিয়া কোটাল। এদিন সহপাঠীরাই ও হস্টেল কর্তৃপক্ষই সুপ্রিয়ার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারপর তাঁরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও এটা আত্মহত্যা নাকি খুন তাই নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ পরিবার।

হস্টেল থেকে উদ্ধার নার্সিং পড়ুয়ার মৃতদেহ

জানা যাচ্ছে, এদিন সকালে হস্টেল কর্তৃপক্ষের কাছে কয়েকজন পড়ুয়া এসে খবর দেয় যে সকাল থেকেই সুপ্রিয়া ঘরের দরজা খুলছেন না। খবর পেয়েই নিরাপত্তারক্ষীদের নিয়ে তরুণীর ঘরের সামনে যান অতিরিক্ত সুপার ডাঃ রাজশ্রী গুপ্ত। সাড়ে ১২টা নাগাদ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁরা দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে সুপ্রিয়ার দেহ। তড়িঘড়ি তাঁকে নামিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরমধ্যেই তরুণীর পরিবারকে খবর দেয় হস্টেল কর্তৃপক্ষ।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

সুপ্রিয়ার বাড়ি পাণ্ডবেশ্বরে। মেয়ের মর্মান্তিক পরিনতির খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে চলে আসেন তাঁর বাবা-মা। তাঁদের অভিযোগ, মেয়ের গলায় কোনওরকমের ফাঁসের দাগ ছিল না। ফলে মেয়ের সঙ্গে কী হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। যদিও দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেখানেই স্পষ্ট হবে সুপ্রিয়ার মৃত্যুর আসল কারণ।