AFG ODI Cricket Team (Photo Credit: ACB Media/ X)

লাহোর, ২৮ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) তে গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তান করল ২৭৩ রান। এই ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে উঠবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর আফগানরা এদিন অজিদের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করলেন। শুক্রবার লাহোরে স্টিভ স্মিথদের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন সিদ্দিকুল্লা অটল (৮৫), আজমাতুল্লা ওমরঝাই (৬৭)-রা। অস্ট্রেলিয়ার বোলারদের সঙ্গে চোখে চোখ রেখে লড়লেন অটলরা। রহমনুল্লা গুরবাজ (০) ইব্রাহিম জর্ডন (২২), রহমত শাহ (১২)-র মত তারকা ব্যাটাররা ব্যর্থ হলেও ২৩ বছরের বাঁ হাতি আফগান ব্যাটার সিদ্দিকুল্লা অটল লাহোরে অজিদের কাছে ত্রাস হয়ে উঠলেন। তিন নম্বরে নেমে অটল ভরসরা ছাপ রেখে সিদ্দিকুল্লা ৩টি ওভার বাউন্ডারি, ৬টি বাউন্ডারি মারলেন। তবে অটলের আউটের পর আফগানরা খেলা থেকে হারিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৫ উইকেটে ১৭৬ থেকে ৬ নম্বরে নেমে ওমরঝাই ৬৩ বলে ৬৭ রানের যে ইনিংসটা খেললেন সেটা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। শেষের দিকে ১৭ বলে ১৯ রানের কার্যকরী ইনিংস খেললেন রশিদ খানও।

ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে হলে এখন স্মিথ, হেডদের বিরুদ্ধে দারুণ কিছু করে দেখাতে হবে রশিদ খান, নুর আহমেদ গুলবদিন নবি-দের।

সেমিফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার চাই ২৭৪ রান

প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে হারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারায়। অন্যদিকে, অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পায়।