Govinda Sunita Divorce (Photo Credits: X)

মুম্বই, ২৫ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া থেকে সমাজমাধ্যম সর্বত্র দাবানলের মত ছড়িয়ে পড়ে বলিউড অভিনেতা গোবিন্দার বিবাহবিচ্ছেদের গুঞ্জন (Govinda Sunita Divorce)। দীর্ঘ ৩৭ বছরের বৈবাহিক সম্পর্কে নাকি ইতি টানতে চলেছেন গোবিন্দা এবং সুনীতা। মামা-মামির বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ভাগ্নি আরতি সিং (Arti Singh)। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তারকা দম্পতি মুখে কুলুপ আঁটলেও ভাগ্নি বললেন, এসব ভিত্তিহীন গুজব।

নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে আরতি জানান, তিনি এই মুহূর্তে শহরে নেই। কিন্তু শহরে না থাকলেও তিনি জানেন যে, এই খবরগুলি সম্পূর্ণ মিথ্যা। বছরের পর বছর ধরে তাঁরা দুজন একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। বাকিদের অনুপ্রেরণা তাঁরা। কীভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ হতে পারে? আমি জানি না মানুষ কোথা থেকে এই সমস্ত গুজব পায়'।

যে কারুর ব্যক্তিগত জীবন সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকা উচিত বলেই মত প্রকাশ করলেন বিগ বস খ্যাত তারকা আরতি। তিনি এও জানান, তাঁর বিবাহবিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। এই ধরনের ভিত্তিহীন গুজব মানুষের উপর কেবল অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে।

তবে গোবিন্দার বিবাহবিচ্ছেদের গুঞ্জন একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কানাঘুষো খবর, মেয়ে টিনার থেকে ছোট বয়সী এক মরাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ৬১ বছরের অভিনেতা। বেশ কয়েকদিন ধরেই নাকি দুজনের সম্পর্কের সমীকরণ গভীর মোড় নিয়েছে। গোবিন্দার পরকীয়ার জেরেই কি সরে আসতে চাইছেন স্ত্রী সুনিতা?