#WATCH | Lucknow, UP: On Ramadan 2025, Maulana Khalid Rasheed Firangi Mahali says, "... Today, on 28 February, moon was not seen in Lucknow or anywhere else in the country. The first 'roza' will be observed on 2 March 2025..." pic.twitter.com/9rShLUtwwE
— ANI (@ANI) February 28, 2025
Ramadan Moon Sighting 2025 In West Bengal: ভারতে দেখা গেল না চাঁদ! শনিবার থেকে রোজা নয়, বলল লখনউ চাঁদ কমিটি
মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্রতম মাস হল রমজান। রমজান মাসের শেষে পালিত হল ঈদ-উল-ফিতর। সারা বিশ্বের মুসলিমরা রমজান মাস নমাজ পাঠ ও রোজা পালনের মধ্যে দিয়ে পালন করেন। অমাবস্যার পরের দিন প্রথম যে একফালি চাঁদ ওঠে, সেই চন্দ্রদর্শন অনুসারে ইসলামিক ক্যালেন্ডার নির্ধারিত হয়।
সন্ধ্যা থেকে দীর্ঘ অপেক্ষার পর লখনউয়ে চাঁদ দেখা গেল না! লখনউয়ের মারকাজি চাঁদ কমিটির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মৌলানা খলিদ রাশেদ ফারাঙ্গি মাহালি জানিয়েছেন যে আজ চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে পবিত্র রমজান মাসের সূচনা হচ্ছে না। আগামী ২ মার্চ থেকে রোজা শুরু হবে।