Close
Advertisement
 
শুক্রবার, ফেব্রুয়ারি 28, 2025
সর্বশেষ গল্প
38 minutes ago
Live

Ramadan Moon Sighting 2025 In West Bengal: ভারতে দেখা গেল না চাঁদ! শনিবার থেকে রোজা নয়, বলল লখনউ চাঁদ কমিটি

লাইফ স্টাইল Indranil Mukherjee | Feb 28, 2025 08:18 PM IST
A+
A-
28 Feb, 20:06 (IST)
মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি বলেছেন, "... আজ ২৮ ফেব্রুয়ারি লখনউ বা দেশের অন্য কোথাও চাঁদ দেখা যায়নি। প্রথম 'রোজা' পালিত হবে ২ মার্চ ২০২৫..."
28 Feb, 19:40 (IST)

লখনউয়ে চাঁদ দেখা গেল না! লখনউয়ের মারকাজি চাঁদ কমিটির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মৌলানা খলিদ রাশেদ ফারাঙ্গি মাহালি জানিয়েছেন যে আজ চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে পবিত্র রমজান মাসের সূচনা হচ্ছে না। আগামী ২ মার্চ থেকে রোজা শুরু হবে।

Ramadan 2025 moon sighting LIVE update from Lucknow (HT Image)

28 Feb, 19:29 (IST)
লক্ষ্ণৌ ঈদগাহের শাহী ইমাম মাওলানা খালিদ রশিদ বলেছেন, "অনেক চেষ্টার পরেও আমরা লক্ষ্ণৌতে চাঁদ দেখতে পারিনি। দেখা শেষে, আমরা সেই অনুযায়ী আরও ঘোষণা করব। আজ সন্ধ্যা ৭.৩০ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।"  
28 Feb, 19:21 (IST)
রমজান মাসের চাঁদ কি দেখা গেল? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা দেশ। আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে চূড়ান্ত ঘোষণা করবেন লখনউয়ের মারকাজি চাঁদ কমিটির মৌলানা খলিদ রাশেদ ফারাঙ্গি মাহালি। অর্থাৎ তখনই বোঝা যাবে যে কবে পবিত্র রমজান মাস শুরু হবে। যা ১৪৪৬ হিজরি সনের নবম মাস হবে।
28 Feb, 18:49 (IST)

মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি বলেন, "আজ লখনউতে মারকাজি চাঁদ কমিটির প্রতিনিধি এবং আরও অনেকে উপস্থিত আছেন, এবং চাঁদ দেখার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত চাঁদ দেখা যায়নি।
দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কোথাও থেকে চাঁদের দেখা পাওয়ার নিশ্চিতকরণ পাওয়া গেলে সে অনুযায়ী ঘোষণা করা হবে। আজ সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে...

 

 

28 Feb, 18:42 (IST)
'রমজান' হেল্পলাইন নম্বর চালু করেছে ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া। সেখান থেকেই রোজা, সেহরি, নমাজ, ইফতার, তারাবির নমাজ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। নির্দিষ্ট ফোন নম্বর থেকে সেইসব তথ্য মিলবে। সেই নম্বরগুলি হল - 9415102947, 7007705774, 9140427677। আর ইমেল আইডি হল ramzanhelpline2005@gmail.com
28 Feb, 18:41 (IST)
চাঁদ দেখা কমিটি নামে পরিচিত সদর মজলিস-ই-উলামা-ই-ডেকানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি ভারতে রমজানের শুরুর তারিখ নির্ধারণের জন্য 28 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:00 টায় তার মাসিক সভা আহ্বান করবে।বৈঠকে নেতৃত্ব দেবেন সদর মজলিস ওলামা দাক্ষিণাত্যের সেক্রেটারি হযরত মাওলানা সৈয়দ হাসান ইব্রাহিম হুসাইনী কাদরী সাজ্জাদ পাশা।
28 Feb, 18:29 (IST)
চাঁদ দেখার সময় নিয়ে আপডেট এলো পশ্চিমী দেশ থেকে। আগামী ২৮ ফেব্রুয়ারি (২৯ শাবান) নতুন চাঁদটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে খুব সহজে দেখা যাবে। ওইদিন মক্কার সময় অনুযায়ী রাত ৩টা ৪৫ মিনিটে চাঁদটির জন্ম হবে। তবে খালি চোখে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় দূরবীন বা অন্য কোনো যন্ত্রের সাহায্যেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।

মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্রতম মাস হল রমজান। রমজান মাসের শেষে পালিত হল ঈদ-উল-ফিতর। সারা বিশ্বের মুসলিমরা রমজান মাস নমাজ পাঠ ও রোজা পালনের মধ্যে দিয়ে পালন করেন। অমাবস্যার পরের দিন প্রথম যে একফালি চাঁদ ওঠে, সেই চন্দ্রদর্শন অনুসারে ইসলামিক ক্যালেন্ডার নির্ধারিত হয়।

সন্ধ্যা থেকে দীর্ঘ অপেক্ষার পর লখনউয়ে চাঁদ দেখা গেল না! লখনউয়ের মারকাজি চাঁদ কমিটির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মৌলানা খলিদ রাশেদ ফারাঙ্গি মাহালি জানিয়েছেন যে আজ চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে পবিত্র রমজান মাসের সূচনা হচ্ছে না। আগামী ২ মার্চ থেকে রোজা শুরু হবে।

 

 


Show Full Article Share Now