বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে সরকারি ছুটি প্রসঙ্গে বিজেপিকে কার্যত তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শবেবরাতে দুদিন ছুটি দেওয়ার প্রসঙ্গ তুলে দলনেত্রী বলেন, দুর্গাপুজোতেও সরকার যথেষ্ট ছুটি দেয়। এই নিয়ে বিজেপির কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya) কড়া সমালোচনা করেছেন। তাঁর মতে, দুর্গাপুজোকে অন্য ধর্মের অনুষ্ঠানের সঙ্গে তুলনা করে সনাতনী হিন্দুদের অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই নিয়ে পাল্টা তৃণমূল নেতৃত্ব সরব হয়েছিলেন। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)।

ছুটি নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির

সজল ঘোষ বলেন, "অমিত মালব্য বা বিজেপি দল দুর্গাপুজোকে কোনওরকমের অপমান করেননি। তবে তৃণমূল এত ছুটি না দিয়ে বাংলার বেকার যুবক যুবতীদের তো চাকরি দিলে পারেন। রাজবংশীদের জন্য এই বছরেই পঞ্চানন বর্মাকে সম্মান জানাতে দুইদিনে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ছুটি না দিয়ে রাজবংশীদের জন্য চাকরি দিতে পারেন। তাহলে তো তাঁদের ভবিষ্যত উজ্জ্বল হতে পারে। তা না করে যেহেতু সামনের বছর বিধানসভা নির্বাচন রয়েছে, সেই কারণে ছুটি দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল"।

দেখুন সজল ঘোষের বক্তব্য

সরকারি ছুটি নিয়ে সমালোচনার ঝড় বঙ্গ রাজনীতিতে

প্রসঙ্গত, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় সরকারি ছুটি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। এমনকী বিজেপিকে এই নিয়ে নিশানাও করেছিলেন তিনি। আর তারপর থেকেই রাজ্য রাজনীতিতে এই প্রসঙ্গে জোর আলোচনা চলছে।