অরুণাচল প্রদেশের নামকরন নিয়ে এবার মুখ খুলল ভারত। চিনকে কড়া জবাব দিয়ে ভারত জানাল, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। চিনের উদ্ভাবনী নাম দিয়ে সেখানকার বাস্তব তথ্যের কোন পরিবর্তন হবে না।
বিদেশ মন্ত্রকের মুখপত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার জানান, এটাই প্রথম নয় যে চিন এইধরনের প্রচেষ্টা করছে, এবং আমরা এই ধরনের সিদ্ধান্তের সমালোচনা করেছি। অরুণাচলপ্রদেশ দেশের অবিচ্ছেদ্য অংশ, চিনের নতুন কোন নাম দেওয়াতে এর আসল অবস্থার পরিবর্তন হবে না।'
চিনের মিনিস্ট্রি অফ সিভিল অ্যাফেয়ার্সের তরফে অরুণাচলের ১১ টি জায়গার নামকরনের পরিপ্রেক্ষিতে এমনটাই জানান অরিন্দম বাগচি।
চিনের মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা ১১ টি নামের মধ্যে রয়েছে দুটি আবাসিক এলাকা, পাঁচটি পাহাড়ের চৃড়া,দুটি নদী এবং ২ টি অন্য এলাকা রয়েছে। এলাকার নামের পাশাপাশি তাদের বিকল্প প্রশাসনিক জেলার নামও দেওয়া হয়েছে চিনের তরফে।
চিনের এই অযৌকিক্ত দাবির বিরোধীতা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।একটি প্রেস বিবৃতির মাধ্যমে চিনের বিদেশ মন্ত্রকের মুখপত্র মাও নিং জানিয়েছেন, জ্যাংন্যান(অরুণাচল) চীনের অংশ। এবং জ্যাংন্যানের বেশ কিছু অংশের নাম পরিবর্তন করার ক্ষেত্রে চিনের সার্বজনিক অধিকার রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও একটি প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার বাগচি জানান, দুই দেশের সীমান্তে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে যে প্রচেষ্টার প্রয়োজন তা ২০২০ সাল থেকে বিঘ্ন। তিনি জানান, সীমান্তে প্রচুর পরিমানে সেনা মোতায়েন দুই দেশের মধ্যে চুক্তিকে লঙ্ঘন করেছে। এবং শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করেছে।
দেখুন ভিডিও-
— ANI Digital (@ani_digital) April 6, 2023
#WATCH अरुणाचल प्रदेश के कुछ जगहों के नाम चीन द्वारा बदलने की कोशिश की गई है। इसका हल भारत और चीन को आपस में निकालना पड़ेगा। अगर कोई हमारा समर्थन करता है तो अच्छी बात है। उनके समर्थन करने ना करने से हमारा कुछ नहीं बदलेगा: अरुणाचल प्रदेश के मुद्दे पर अमेरिका द्वारा भारत को समर्थन… pic.twitter.com/PZm3IhIO7m
— ANI_HindiNews (@AHindinews) April 6, 2023
Arunachal Pradesh is an inalienable part of India: MEA on China's attempt to rename places in state
Read @ANI Story | https://t.co/ZR5zlxmdJB#MEA #ArindamBagchi #ArunachalPradesh #China pic.twitter.com/NA3s1Oefge