ভোপাল, ৮ এপ্রিল: পরীক্ষার (Exam Copies) খাতা দেখছেন পিওন। ৫ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে পরীক্ষার খাতা পিওন দেখে দিচ্ছেন। শুনে অবাক লাগছে তো? তাহলে মধ্যপ্রদেশের এই ভিডিয়ো (Video) আপনার টনক নাড়িয়ে দেবে। যেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসুস্থ বলে তাঁর জায়গায় পরীক্ষার খাতা দেখতে শুরু করেন এক পিওন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা যখন সেখানকার পিওন (Peon) দেখতে শুরু করেন, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। একজন পিওন কীভাবে পরীক্ষার খাতা দেখতে পারেন, তা নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নর্মদাপুরমের শহিদ ভগৎ সিং সরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছবি নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
অধ্যাপকের জায়গায় কীভাবে একজন পিওনকে খাতা দেখার অনুমতি দেওয়া হল, তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। যদিও ভিডিয়ো ভাইরাল হওয়ার পরও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রথমে কোনও মন্তব্য করা হয়নি।
পরে জানানো হয়, কেন এই ধরনের ঘটনা, তা খতিয়ে দেখা হবে। স্থানীয় বিধায়ক ঠাকুরদাস নাগবংশীর কাছে স্থানীয় পড়ুয়ারা এ বিষয়ে অভিযোগ করেন। ভিডিয়ো ভাইরাল হতেই স্থানীয় বিধায়কের স্মরণাপন্ন হন পড়ুয়ারা। তারপরই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া হয় আশ্বাস।
আরও পড়ুন: MP University Viral Video: অধ্যাপকের বদলে পরীক্ষার খাতা দেখছেন পিওন, ভাইরাল ভিডিয়ো
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা দেখছেন পিওন...
प्रोफेसर बीमार थीं तो चपरासी ने जांच दी यूनिवर्सिटी एग्ज़ाम की कॉपियां!
चपरासी को कॉपियां जांचने के लिए दे दी गईं और 5000 रूपए भी दिए गए।
मामला MP के नर्मदापुरम जिले के पिपरिया में स्थित शहीद भगत सिंह शासकीय पीजी यूनिवर्सिटी से जुड़ा है।
— Priya singh (@priyarajputlive) April 8, 2025
জানা যায়, খুশবু পাগারে নামে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের খাতা দেখার কথা ছিল। তবে তিনি অসুস্থ থাকায় খুশবু পাগারের জায়গায় পান্নালাল পাথারিয়া নামে ওই পিওনকে খাতা দেখার কথা বলা হয়। পান্নালাল পাথারিয়ার হাত ৫ হাজার টাকা ধরিয়ে খাতা দেখতে বলা হয় বলে অভিযোগ।
তবে ঘটনা যাই হোক না কেন খুশবু পাগারিয়া এবং পান্নালাল পাথারিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানানো হয় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।
এসবের পাশাপাশি ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল রাকেশ কুমার ভর্মাকে বরখাস্ত করা হয়ছে। সেই সঙ্গে অধ্যাপক রামগুলাম প্যাটেলকেও বরখাস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে সঠিকভাবে পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ না করার অভিযোগে।