Bihar Student Faints After Seeing Girls Video: পরীক্ষার হলে ৫০০ ছাত্রীকে দেখে অজ্ঞান হয়ে পড়ল বিহারের ছাত্র, দেখুন ভিডিয়ো
Bihar Student (Photo Credit: Video Screen Grab)

পাটনা, ২ ফেব্রুয়ারি: পরীক্ষার হলে (Exam Hall) ৫০০ ছাত্রীকে দেখে অজ্ঞান হয়ে পড়ল এক ছাত্র। পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে একা ছাত্র মানসিকভাবে চাপ নিতে না পেরেই অজ্ঞান হয়ে যায়। এমনই দাবি করা হয় বিহারের (Bihar) নালন্দার (Nalanda) ওই ছাত্রের পরিবারের তরফে। মণীশ শঙ্কর প্রসাদ নামে বছর ১৭-র ওই পড়ুয়া মেধাবি ছাত্র হিসেবে পরিচিত। নালন্দার সুন্দরগড়ের এক স্কুলে পড়াশোনা করে মণীশ শঙ্কর প্রসাদ। স্কুলে পরীক্ষী চলাকালীন হলের মধ্যে ৫০০ ছাত্রীকে দেখে অজ্ঞান হয়ে পড়ে মমীশ শঙ্কর প্রসাদ।

পরিবারের দাবি, মণীশ পরীক্ষা দিতে গেলে, হলের মধ্যে এক নাগাড়ে ৫০০ ছা্ত্রীকে দেখে জ্ঞান হারায় এবং মেঝেতে মাথা ঘুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মণীশ শঙ্কর প্রসাদকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তির বেশ কিছুক্ষণ পর মণীশ শঙ্কর প্রসাদের জ্ঞান ফেরে বলে জানান তাঁর বাবা।

কেন মণীশ শঙ্কর প্রসাদকে এমন কোনও পরীক্ষার হলে দেওয়া হল, যেখানে সবাই ছাত্রী, এমন প্রশ্ন তোলেন ওই ছাত্রের এক আত্মীয়। দেখুন ভিডিয়ো...