কলকাতাঃ বন্ধুকে (Friend) ভিডিয়ো কল (Video Call)করে আত্মহত্যা (Suicide) যুগলের। সম্পর্কে সম্মতি নেই পরিবারের, তাই এভাবে নিজেদের শেষ করে দিল যুগল। সোমবার ঘটনাটি ঘটেছে মালদার (Malda) বামনগোলা থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক-যুবতীর নাম ফুল্টুস মন্ডল ও রাখি মন্ডল। যাান গিয়েছে, দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। সোমবার, রাতে মালদার গাজোল থানার অন্তর্গত আগমপুর এলাকার বাসিন্দা এক বন্ধুকে ভিডিয়ো কল করে বিষপান করেন তাঁরা। সঙ্গে সঙ্গে ফুল্টুসের পরিবারকে গোটা বিষয়টি জানান ওই বন্ধু। এরপর ঘর থেকে ওই যুগলকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন রাত ৮টা নাগাদ রাখির মৃত্যু হয়। আর চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টা নাগাদ মৃত্যু হয় ফুল্টুস নামে ওই যুবকের।
বিষ খেয়ে আত্মহত্যা যুগলের, শুরু তদন্ত
ফুল্টুসের পরিবারের অভিযোগ, মেয়ের বাড়ি থেকে সম্পর্কে সম্মতি ছিল না। তাই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেনে তাঁরা। অন্যদিকে তরুণীর পরিবারের পাল্টা অভিযোগ, তাঁদের মেয়েকে বিষ খাইয়ে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে প্রেমিক। রাখির পরিবারের আরও অভিযোগ, মেয়েকে মারধর করতেন ফুল্টুস। তাই এই সম্পর্কে মত ছিল না তাঁদের। মেয়ের জীবনে জটিলতা বাড়ুক চাননি তাঁরা। তাই এই সম্পর্ক থেকে সরে আসার পরামর্শ দেন মেয়েকে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে যুবকের পরিবার। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই পরিবারেরই বয়ান রেকর্ড করা হয়েছে। অন্যদিকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
'বাড়িতে কেউ মানবে না' একসঙ্গে বিষ খেয়ে আত্মঘাতী যুগল
Malda Tragedy: Young Couple Consumes Poison on Video Call In West Bengal, Dies by Suicide After Families Oppose Relationshiphttps://t.co/gjpNfQXxQg#Malda #Suicide #WestBengal
— LatestLY (@latestly) April 8, 2025