Donald Trump (Photo Credit: Instagram)

দিল্লি, ৮ এপ্রিল:  ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে (US) হুলুস্থূল শুরু হয়েছে। ট্রাম্প আমেরিকার মসনদে বসতেই বিভিন্ন দেশ থেকে আমেরিকায় পাড়ি দেওয়া মানুষের একাংশ সমস্যায় পড়তে শুরু করেছেন। যাঁদের মধ্যে রয়েছেন ভারতীয়রাও (Indian Students In Us)। আমেরিকায় যাওয়া ভারতীয় পড়ুয়ারা এবার বিপাকে পড়ছেন নয়া বিল পাশের জেরে। বিজ্ঞান, তথ্য প্রযুক্ত, কৌশল, অঙ্কের মত বিষয় নিয়ে যে পড়ুয়ারা মার্কিন মুলুকে অধ্যায়নরত তাঁরা নয়া বিলের জেরে বিপাকে পড়তে শুরু করেছেন।

আরও পড়ুন: Indian Student Missing: হঠাৎ গায়েব সুদীক্ষা, ডমিনিকান সৈকত থেকে নিখোঁজ হওয়া ভারতীয় পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হোক, চাইছেন বাবা-মা

পড়াশোনা প্রায় শেষের দিকে অপশনাল প্র্যাকটিকাল ট্রেনিংয়ের (OPT) একটি পর্যায় থাকে। যেখানে পড়াশোনা শেষের পরও আমেরিকায় থেকে আরও শিক্ষা এবং চাকরির চেষ্টা পড়ুয়ারা করতে পারেন। এবার সেই অপশনাল প্র্যাকটিকাল ট্রেনিং যাতে বন্ধ করে দেওয়া হয় মার্কিন মুুলুকে থাকা বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে, সেই চেষ্টা করা হচ্ছে। ফলে উচ্চ শিক্ষা নিতে যাওয়া পড়ুয়ারা এবার বিপাকে পড়ছেন নিজেদের ভিসা সংক্রান্ত বিষয়ে। এমনই খবর মিলছে।

অপশনাল প্র্যাকটিকাল ট্রেনিং বন্ধ করে দেওয়া হলে বহু পড়ুয়া নিজেদের এডুকেশনাল লোন মেটাতে পারবেন না। কারণ অপশনাল প্র্যাকটিকাল ট্রেনিংয়ে অংশ না নিলে মার্কিন মুলুক থেকে পড়াশোনা করে দেশে ফিরলেও লাভ নেই। কারণ যে পড়ুয়াদের অপশনাল প্র্যাকটিকাল ট্রেনিং থাকে না, তাঁরা মার্কিন মুলুকের মত করে উচ্চ বেতনের আওতায় পড়েন না। ফলে আমেরিকায় গিয়ে পড়াশোনা সারলেও বেতন উচ্চ হারে না পেলে এডুকেশনাল লোন পরিশোধ করা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন অনেকে।