নতুন দিল্লি, ২৪ ডিসেম্বর: দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই কমল দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার সারাদিনে ভারতে নতুন করে করোনার কবলে পড়লেন (Coroanvirus Cases In India) ৬ হাজার ৬৫০ জন। একই দিনে হাসপাতাল তেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৭ হাজার ৫১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৩৭৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭৭ হাজার ৫১৬। এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৯৭৭ জন। ৪ লাখ ৭৯ হাজার ১৩৩ জন। টিকাকরণের আওতায় এসেছেন দেশের ১৪০ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৬৩ জন। আরও পড়ুন-Omicron Scare: 'আগে প্রাণে বাঁচি তারপর জনসভা', যোগীর রাজ্যে নির্বাচন স্থগিতের আবেদন বিচারপতির
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 6,650 new #COVID19 cases, 7,051 recoveries, and 374 deaths in the last 24 hours.
Active cases: 77,516
Total recoveries: 3,42,15,977
Death toll: 4,79,133
Total number of #Omicron cases 358
Total Vaccination: 1,40,31,63,063 pic.twitter.com/0PrTpLhIHi
— ANI (@ANI) December 24, 2021
অন্যদিকে শুক্রবার পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫৮ জন। এর মধ্যে নতুন বছরে দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। পুরোনো অভিজ্ঞতা বলছে, নির্বাচনী প্রচারে মহামারীর থাবা ভয়ঙ্কর হয়। এবার তাই প্রাণে বেঁচে থাকাকেই অগ্রাধিকার দিতে চান এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। দেশ জুড়ে করোনার নয়া প্রজাতি ওমিক্রন থাবা বসিয়েছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এর মধ্যে নির্বাচনের ডঙ্কা বেজে গেলে সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে, এমনটাই আশঙ্কা এলাহাবাদ হাইকোর্টের। বিচারপতি শেখর কুমার যাদব বলেন, "প্রাণ আছে, তাই পৃথিবী আছে। জামিনের আবেদনের একটি শুনানি শুনছিলেন তিনি। সেই সময়ই বলেন করোনাকালে নির্বাচন তাই আদালতেও তিল ধারণের জায়গা নেই।"
তিনি আরও বলেন, "যদি একান্তই নির্বাচন হয়, তাহলে করোনার তৃতীয় ঢেউ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে রাজনৈতিক দলগুলির প্রকাশ্য জনসভা নিষিদ্ধ করতে হবে। তারা দূরদর্শন, সংবাদ মাধ্যমের সহায়তায় প্রচার চালাতে পারে। "