Allahabad High Court (Photo Credits: ANI)

প্রয়াগরাজ, ২৪ ডিসেম্বর: ওমিক্রন আতঙ্কের (Omicron Scare) মধ্যেই ২০২২-এর বিধানসভা নির্বাচন স্থগিত হোক। নির্বাচন কমিশন ও নরেন্দ্র মোদির কাছে এমনই আর্জি জানাল এলাহাবাদ হাইকোর্ট। কারণ আর দু এক মাসের মধ্যেই যোগীর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দেশ জুড়ে করোনার নয়া প্রজাতি ওমিক্রন থাবা বসিয়েছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এর মধ্যে নির্বাচনের ডঙ্কা বেজে গেলে সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে, এমনটাই আশঙ্কা এলাহাবাদ হাইকোর্টের। বিচারপতি শেখর কুমার যাদব বলেন, "প্রাণ আছে, তাই পৃথিবী আছে। জামিনের আবেদনের একটি শুনানি শুনছিলেন তিনি। সেই সময়ই বলেন করোনাকালে নির্বাচন তাই আদালতেও তিল ধারণের জায়গা নেই।" আরও পড়ুন-ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, বড়দিন বর্ষবরণের আগে উধাও শীত

এই প্রসঙ্গে তিনি বলেন, " যদি সম্ভব হয় তাহলে নির্বাচন স্থগিত করা হোক। কারণ আমরা যদি প্রাণে বেঁচে থাকি তাহলে পরে নির্বাচনী জনসভা ও বৈঠক হতে পারে। " প্রধানমন্ত্রী যখন নিজের উদ্যোগে দেশজুড়ে বিনামূল্যে টিকাকরণ প্রক্রিয়া শুরু করেছেন, তেমনই তাঁকেই এহেন অনুরোধ করলেন বিচারপতি।  বলেন, " তিনি প্রশংসনীয় , আদালতও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। এই ভয়ঙ্কর মহামারীকে মাথায় রেখে প্রধানমন্ত্রী যেন কঠোর  পদক্ষেপ নেন। ভোট, নির্বাচনী জনসভা, মিটিং মিছিল সবই প্রয়োজনে স্থগিত হতে পারে।"

তিনি আরও বলেন, "যদি একান্তই নির্বাচন হয়, তাহলে করোনার তৃতীয় ঢেউ থেকে  রাজ্যবাসীকে বাঁচাতে রাজনৈতিক দলগুলির প্রকাশ্য জনসভা নিষিদ্ধ করতে হবে। তারা দূরদর্শন, সংবাদ মাধ্যমের সহায়তায় প্রচার চালাতে পারে। "