অধ্যাপক স্টিভ হাংকি (Photo Credits: Twtitter/PTI)

নতুন দিল্লি, ১০ জুন: জনসংখ্যার বিচারে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম। তার মানে এখানে কোবিড-১৯ টেস্ট পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। বিষয়টি নিয়ে এবার আন্তর্জাতিক মহলে সরব হলেন জন হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক স্টিভ হাংকি (professor Steve Hanke)। কেন্দ্রের মোদি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ভারত হল ‘পচা আপেল’। প্রতিদিন দেশের করোনা আক্রান্তের যে তালিকা ভারত প্রকাশ করছে তা নিদারুণ সন্দেহজনক। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে একটি গ্রাফও শেয়ার করেছেন তিনি। পাশাপাশি দেশের করোনা আক্রান্তের তথ্য প্রকাশের বিচারে যে তালিকা তৈরি হয়েছে, তার মধ্যে পচা আপেলের তালিকায় পড়েছে ভারত। কারণ এদেশের সংক্রামিতর তুলনায় প্রকাশিত সংখ্যা অনেকটাই কম। আরও পড়ুন-COVID-19 Cases In India: বুধবার ভারতে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৭০ হাজার ছাড়ালো, হু হু করে বাড়ছে সংক্রমণ

এই পচা আপেলের তালিকাভুক্ত দেশগুলি হল যথাক্রমে ভেনেজুয়েলা, ইজিপ্ট, সিরিয়া, ইয়েমেন, তুরস্ক, চিন ও ভিয়েতনাম। প্রসঙ্গত ভারত ও তুরস্ক এই দুই গণতান্ত্রিক দেশ জন হপকিন্স ইউনিভার্সিটির তালিকাভুক্ত। ভারত করোনা সংক্রমণ রুখতে তেমন কোনও পদক্ষেপ নিচ্ছে না, এমনটাই বলেছেন অধ্যাপক স্টিভ হ্যাংকি। গত এপ্রিলেই এনিয়ে নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ইচ্ছে করেই ভারতে করোনা টেস্ট কম করানো হচ্ছে। গত ৯ এপ্রিলে ভারতে করোনা টেস্টের যে তালিকা দেওয়া হয়েছিল, তা শেয়ার করেছেন তিনি। এখানে প্রতি লক্ষ জনসংখ্যার বিচারে যা টেস্ট হচ্ছে তা পাকিস্তানের তুলনায় অনেক কম। এভাবে চলতে থাকলে ইটালির মতো সীমাহীন ভয়াবহতায় পৌঁছে যাবে ভারত। তখন চেষ্টা করেও সংক্রমণ রুখতে পারবে না। সতর্ক করেছেন অধ্যাপক স্টিভ হ্যাংকি।