Parliament Session: সংসদে শীতকালীন অধিবেশনে কী কী বিল পাশ হল দেখে নিন
Parliament Building. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২২ ডিসেম্বর: নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে গেল সংসদের অধিবেশন (Parliament Session)। শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল ২৩ নভেম্বর, কিন্তু শেষ হওয়ার ১ দিন আগেই শেষ হয়ে গেল সংসদের অধিবেশন। অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছে সংসদের দুই কক্ষ লোকসভা (Lok Sabha) এবং রাজ্যসভা (Rajya Sabha)। কিন্তু এই সেশনে কী কী বিল পাশ হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক –

অধিবেশনের প্রথম দিনেই ধ্বনি ভোটে কৃষি আইন প্রত্যাহার বিল পাস হয় সংসদের উভয় কক্ষে। কেন বছরভর কৃষকদের আন্দোলন সত্ত্বেও এই আইন বাতিলে দেরি হল, ন্যূনতম সহায়ক মূল্য, আন্দোলনের সময় মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ সহ নানা ইস্যুতে কেন্দ্রীয় কী অবস্থান? তা জানানোর দাবিতে সরব হয় বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। কিন্তু এ নিয়ে কোনও আলোচনা সংসদে হয়নি। আরও পড়ুন: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'প্রলয়ে'র উৎক্ষেপণ পরীক্ষায় সফল ভারত

গত দু’দিনে লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে নির্বাচনী সংশোধন বিল। এবার রাষ্ট্রপতি সাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে।

সংসদে পাস হয়েছে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (সংশোধন) বিল ২০২১। এছাড়াও পাস হয়েছে, ইডি, সিভিসি, সিবিআই প্রধানদের কার্যকালের মেয়াদ বৃদ্ধির বিলটি। রাজ্যসভার ১২ সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্তের পর বিরোধিরা অধিবেশন থেকে ওয়াকআউট করে। সেই সময়ই এই বিল দু’টি পাস করা হয়।

এই দুই বিলেই আপত্তি রয়েছে বিরোধী দলগুলির। এবারের অন্যতম গুরুত্বপূর্ণ বিল, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার বিলটি বিরোধীদের বিক্ষোভের জন্য পর্যালোচনার জন্য স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে তিনটি বিল পাঠাতে হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে। আরেকটি গিয়েছে যৌথ কমিটিতে।