দিল্লি, ৬ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই ছড়াতে শুরু করেছে আতঙ্ক। এবার চিনের HMPV ভাইরাস হানা দিয়েছে ভারতে (India)। এই ভাইরাসের সংক্রমণ মিলেছে কর্ণাটকে (Karnataka)। দক্ষিণের এই রাজ্যে পরপর ২ জন আক্রান্ত HMPV ভাইরাসে। যার মধ্য রয়েছে এক আট মাসের শিশু। বেঙ্গালুরুতে ওই আট মাসের শিশুর শরীরে HMPV ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আইসিএমআর-র তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। ফলে আতঙ্ক বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গোটা পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে।
কী এই HMPV ভাইরাস?
HMPV ভাইরাসের জেরে শ্বাসপ্রঃশ্বাসের কষ্ট শুরু হয়। শ্বাসপ্রশ্বাসের কষ্টের জেরে কাহিল হয়ে যেতে হয় এই ভাইরাস থাবা বসালে। বিভিন্ন বয়সের মানুষ HMPV ভাইরাসে আক্রান্ত হতে পারেন। বিশেষ করে শিশুরা। ছোটদের পাশাপাশি বয়ষ্কদেরও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। এই ভাইরাস থাবা বসালে ফের নতুন করে তা গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা। প্রসঙ্গত ২০০১ সালে প্রথম এই HMPV ভাইরাস ধরা পড়ে।
কী কী উপসর্গ দেখা দেবে এই HMPV ভাইরাসে আক্রান্ত হলে?
এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে সংক্রমণ ৬ দিন পর্যন্ত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে সংক্রমণের প্রকোপ যেমন বাড়তে পারে তেমনি আরও বেশ কিছুদিন এই ভাইরাস মানুষের দেহে বাসা বেধে থাকতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কী কী উপসর্গ দেখা দেবে এই HMPV ভাইরাসে আক্রান্ত হলে?
এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে সংক্রমণ ৬ দিন পর্যন্ত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে সংক্রমণের প্রকোপ যেমন বাড়তে পারে তেমনি আরও বেশ কিছুদিন এই ভাইরাস মানুষের দেহে বাসা বেধে থাকতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
২০২৪ সালের শেষ থেকে চিনে HMPV ভাইরাস ভাইরাস ছড়াতে শুরু করেছে। নতুন বছরের শুরুতে চিন থেকে যখন মাস্ক পরা মানুষের ছবি উঠে আসতে শুরু করে, তখন আতঙ্ক ছড়ায়। এমনকী চিনের হাসপাতাল এবং মর্গগুলি ভর্তি হয়ে পড়তে শুরু করেছে নতুন করে। এমন খবরও মেলে। চিনে HMPV ভাইরাসে আক্রান্তদের ছবি দেখে পালটা দাবি করে বেজিং। চিনের তরফে জানানো হয়, এটা মরশুমি ফ্লু। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
প্রসঙ্গত করোনা ছড়ায় চিনের ইউহান প্রদেশ থেকে। ইউহানের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়ানোর পরপরই গোটা বিশ্ব জুড়ে মহামারি শুরু হয়ে যায়। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার ফের দরজায় কড়া নাড়ছে HMPV ভাইরাস।