রেস্তরাঁ (Photo Credits: Flickr)

নয়াদিল্লিঃ রেস্তোরাঁয়(Restaurants) গিয়ে পছন্দের খাবার অর্ডার দিয়েছিলেন মহিলা। সেই খাবার পাতে পড়তেই আঁতকে উঠলেন তিনি। চিকেন মাঞ্চুরিয়ানের(Chicken Manchurian) মধ্যে ভেসে উঠল ছোট মরা ইঁদুর। গত ৮ মার্চ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের 'পার্পল বাটারফ্লাই হোটেল'-এ। এই ঘটনায় রেস্তোরাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। জানা গিয়েছে, নারী দিবসে রেস্তোরাঁয় গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই এই ঘটনার শিকার হন তিনি। এদিন হোটেলের মধ্যেই এই ঘটনার প্রতিবাদ জানান তিনি। হোটেল কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানান। এরপরই রেবালে থানায় ওই হোটেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনার বিচার চান তিনি, আর বিচার পেতে যতদূর যেতে হবে তাই যাবেন তিনি, সংবাদমাধ্যমকে এমনটাই জানান অভিযোগকারী।

পছন্দের চাইনিজ খাবারে মরা ইঁদুর

সংবাদমাধ্যমকে তিনি বলেন, "হোটেলগুলি মানুষের স্বাস্থ্যের কথা কবে ভাববে? তাঁদের গাফিলতির দায় কি সাধারণ মানুষের? আমি এই ঘটনার বিচার চাই। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। ন্যায়বিচরের জন্য যা যা আইনি ব্যবস্থা নিতে হবে তাই নেব। এই ধরনের ঘটনার শিকার যাতে আর কোনও ক্রেতাকে না হতে হয়।"

চিকেন মাঞ্চুরিয়ানে ইঁদুরের দেহ, মুম্বইয়ের রেস্তোরাঁয় ধুন্ধুমার