Team India. (Photo Credits: X)

IND vs NZ, ICC Champions Trophy Final 2025: গতকাল, রবিবার গোটা ভারতের নজর ছিল দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিকে। রোহিত শর্মা-রা আরও একটা আইসিসি ট্রফি জিততে পারেনি কি না, সেই আগ্রহটা কাশ্মীর থেকে কন্যাকুমারী ছড়িয়ে পড়েছিল। আর দুবাইয়ে ভারত-নিউ জিল্যান্ড ফাইনাল জিও হটস্টার (Jio Hotstar) অ্যাপে এত সংখ্যক মানুষ দেখলেন, যে তা ভেঙে দিল ওটিটি-র আগের সব রেকর্ড। হিসেব বলছে, রবিবার দুবাইয়ে রোহিতদের কাপ জয়ের ম্যাচটা জিও হটস্টার অ্যাপের মাধ্যমে দেখলেন মোট ৯০ কোটি ১০ লক্ষ মানুষ। ভারতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলা দেখার জনপ্রিয়তা ঠিক কী আকাশছোঁয়া জায়গায় পৌঁছে গিয়েছে তা বোঝা গেল জিও হটস্টারের দর্শক সংখ্যা থেকেই।

অনলাইনে লাইভ ম্যাচ দেখার প্রবণতা ক্রমশ বাড়ছে

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মুখে ডিজনির জায়গায় হটস্টারের শেয়ার অধিগ্রহণ করে মুকেশ আম্বানিরা নতুন অ্যাপের নাম রাখেন 'জিও হটস্টার'। এবার ২২ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলও সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি হটস্টার-এ।

বাড়ছে স্মার্টফোন, স্মার্টফোন

ভারত দ্রুত ডিজিটাল পথে এগিয়ে চলছে। দেশে হু হু বাড়ছে স্মার্টফোন, স্মার্টটিভি সংখ্য়া। আগের চেয়ে ভারতীয়রা টিভির থেকে অনেক বেশী স্মার্টফোনে সিনেমা, খেলা দেখেন। যেভাবে ভারতীয় দর্শকদের মধ্যে অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি খেলা দেখার প্রবণতা হয়েছে, তাতে কয়েক বছরের মধ্যে টিভি দর্শকদের ছাপিয়ে যেতে পারেন ডিজিটাল দর্শকরা।