Sunita Williams and Barry Wilmore (Photo Credits: X)

প্রায় ৯ মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহযোগী আমেরিকান মহাকাশচারী বুচ উইলমোর (Barry Wilmore)। দীর্ঘ অপেক্ষার পর অবশেষ পৃথিবীতে ফেরার পালা সুনীতা এবং বুচের। আগামী সপ্তাহেই নিজের গ্রহে ফিরবেন নাসার দুই মহাকাশচারী।

গত বছর মে মাসে স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছেছিলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। জুনে তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু যান্ত্রিক রকেটে নানা ত্রুটির কারণে বারংবার চেষ্টা সত্ত্বেও ফিরতি অভিযান সফল হয়নি। সেই থেকে মহাকাশে আটকে সুনীতা এবং বুচ। তবে শুক্রবার মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) জানিয়েছে, আগামী সপ্তাহে স্পেস এক্স ড্রাগনে চেপে পৃথিবীতে প্রত্যাবর্তনের জন্যে রওনা দেবেন সুনীতা উইলিয়ামস এবং সঙ্গী বুচ উইলমোর। নাসার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আগামী ১৬ মার্চ মহাকাশচারী জুটি পৃথিবীর মাটিতে পা দেবেন।

সুনীতা এবং বুচকে পৃথিবীতে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড (Donald Trump) ট্রাম্প বলেন, 'আমরা তাঁদের ভালোবাসি। শীঘ্রই তাঁদের ফিরিয়ে আনার জন্যে যাবতীয় প্রস্তুতি চলছে'। সেই সঙ্গে সুনীতাদের ফিরিয়ে আনার অভিযানে বিলম্বের জন্যে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারকে দায়ী করেছেন। বাইডেনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে 'অদক্ষ' প্রেসিডেন্টের তকমাও দেন ট্রাম্প।