Doctor Goes Missing (Photo Credit: X/Screengrab)

হায়দরাবাদ, ২০ ফেব্রুয়ারি: ঘুরতে গিয়ে নদীতে সাতার কাটতে নেমেছিলেন। তরপর থেকে খোঁজ মিলছে না এক চিকিৎসকের (Doctor)। তুঙ্গভদ্রা (Tungabhadra) নদীতে সাতার কাটতে গিয়ে বুধবার থেকে নিখোঁজ হায়জরাবাদের চিকিৎসক অনন্যা রাও। কর্ণাটকে বেড়াতে গিয়ে তুঙ্গভদ্রা নদীতে যখন সাতার কাটতে নামেন অনন্যা, সেই সময় জলে ঝাঁপ দেওয়ার পর কয়েক মুহূর্ত তাঁকে দেখা যায়। এরপর থেকে অনন্যার আর কোনও খোঁজ মিলছে না বলে খবর। অনন্যার খোঁজ চলছে জোর কদমে। তবে তাঁর কোনও খোঁজ এখনও মেলেনি।

প্রশাসনের কথায়, হায়দরাবাদের (Hyderabad) একটি বেসরকারি হাসপাতালে (Hospital) কর্মরত অনন্যা। বুধবার ৩ বন্ধুর সঙ্গে কর্ণাটকে বেড়াতে যান অনন্যা। সেখানে গিয়ে তুঙ্গভদ্রা নদীতে উঁচু পাহাড়ের উপর থেকে অনন্যা ঝাঁপ দেন। সাতরে পাড়ে উঠে যাবেন, এই চিন্তা থেকেই ওই তরুণী চিকিৎসক নদীতে ঝাঁপ দেন। তবে ওই সময় জলে থাকা উচ্চ বিদ্যুতের  কারণে অনন্যা ভেসে যান।

দেখুন সেই ভিডিয়ো, যখন অনন্যা তুঙ্গভদ্রা নদীতে ঝাঁপ দেন...

 

অনন্যা কোথায় গেলেন মুহূর্তের মধ্যে, তা বুঝে উঠতে না পেরে বন্ধুরা স্থানীয়দের সাহায্য চান। স্থানীয়দের সঙ্গে পুলিশ প্রশাসন এবং উদ্ধারকারী দল হাজির হয়েও অন্যাকে খুঁজে বের করতে পারেনি বলে খবর। অনন্যার দেহ খুঁজে না পাওয়া পর্যন্ত তাঁর মৃত্যুর খবরও জানাবে না পুলিশ। প্রশাসনের কথায়, তুঙ্গভদ্রা নদী দেখতে হায়দরাবাদ থেকে বহু পর্যটক কর্ণাটকে হাজির হন। তবে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সব সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় প্রশাসনের তরফে।

প্রসঙ্গত তুঙ্গভদ্রা বাধের কাছে বুধবার ওই ঘটনা ঘটে।