
বেঙ্গালুরু, ২৩ মে: আঞ্চলিকতা যে কর্ণাটকের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, তা আরও একবার প্রকাশ্যে এল। এবার তামান্না ভাটিয়ার (Tamannaah Bhatia) নাম করে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন কর্ণাটকের বেশ কিছু মানুষ। শুনতে অবাক লাগলেও, এবার মাইসোর স্যান্ডাল সোপ অর্থাৎ সাবান নিয়ে বিতর্কের সূত্রপাত।
ঘটনা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে মাইসোর স্যান্ডাল সোপের (Mysore Sandal Soap) ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নির্বাচিত করা হয়। ৬.২ কোটি টাকার বিনিময়ে আগামী ২ বছরের জন্য তামান্নাকে মাইসোর স্যান্ডাল সাবানের প্রচারের প্রধান মুখ হিসেবে নির্বাচন করা হয়। যা দেখে কর্ণাটকের বেশ কিছু মানুষ বিরোধিতা শুরু করেন।
আরও পড়ুন: Tamannaah Bhatia's Video: 'শিলা কি জওয়ানি' নাচলেন তামান্না, মঞ্চে যেন আগুন লাগল, দেখুন ভিডিয়ো
মাইসোর স্যান্ডাল সোপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরা পদে তামান্নাকে নিয়ে আসতেই এক মহিলা লেখেন, কন্নড় অভিনেত্রী আশিকা রঙ্গনাথনকে দিয়েই এই প্রচার করানো যেত। হিন্দি সিনেমা জগতের মুখ তামান্নাকে কেন নিয়ে আসা হল বলে প্রশ্ন তোলেন ওই মহিলা। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
পাশাপাশি এমন অনেক কন্নড় সিনেমা রয়েছে যেগুলি বলিউডের সঙ্গে পাল্লা দিচ্ছে। ফলে কেন হিন্দি সিনেমা জগতের কোনও মুখকে নিয়ে এসে মাইসোর স্যান্ডাল সোপের প্রমোশন করা হচ্ছে, তা নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে।
সম্প্রতি সোনু নিগমকে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে যান। সেখানে তাঁকে কন্নড় গান গাইতে বলা হলে, তা অস্বীকার করেন গায়ক। পাশাপাশি আঞ্চলিকতা, প্রাদেশিকতা নিয়ে প্রশ্ন তুলে পহেলগামের প্রসঙ্গও টানেন সোনু নিগম। যা নিয়ে বিতর্ক শুরু হলে, কর্ণাটকে সোনু নিগমের কোনও অনুষ্ঠান হবে না বলে জানানো হয় সে রাজ্যের সরকারের তরফে।
সোনু নিগমের পর এবং তামান্না ভাটিয়াকে নিয়ে ফের বিতর্কের সূত্রপাত কর্ণাটকে।