
নয়াদিল্লিঃ রবিরাতে মরুশহরে কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি(ICC Champions Trophy 2025) ঘরে তুলেছে টিম ইন্ডিয়া(Team India)। মেন ইন ব্লু-এর এই রুদ্ধশ্বাস জয়ে আনন্দে ভাসছে গোটা দেশ। নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে রোহিত-বিরাটদের মুখে হাসি ফুটতেই উদযাপনে মেতেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। খুশির রাতে কোথাও বাইক্্যালি, কোথাও আবার আতশবাজি ফাটিয়ে চলেছে উদযাপন। কিন্তু এই উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। মধ্যপ্রদেশ, হায়দরাবাদের পর এবার এই তালিকায় জুড়ল গুজরাটের নাম।
বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত গুজরাট
রবিবার রাতে, বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গুজরাটের গান্ধীনগরের দেগাম টাউনে। জানা গিয়েছে, এদিন রাতে ভারতীয় টিমের জেতার আনন্দে রাস্তায় নামেন স্থানীয় ক্রিকেটপ্রেমীরা। একটি বাইক মিছিলেন ব্যবস্থা করা হয়। আর এই মিছিল ঘিরেই ছড়ায় উত্তেজনা। অভিযোগ, যাত্রাপথে পড়া একটি মসজিদের সামনে জোরে হর্ন বাজানোকে ঘিরে বচসার সূত্রপাত। দু'পক্ষের মধ্যে বচসা চরমে পৌঁছয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
টিম ইন্ডিয়ার জয়ের রাতে ক্রিকেটপ্রেমীদের মিছিলে ধুন্ধুমার, আটক ১১
STORY | Violence erupts during bike rally in Gujarat after India's Champions Trophy win; 11 detained
READ: https://t.co/oBGoY2O86i pic.twitter.com/wE02uIGieO
— Press Trust of India (@PTI_News) March 10, 2025