Street Dog (Photo Credits: Pixabay)

লাঠি হাতে কুকুরকে ভয় দেখানো যাবে না। মুম্বইয়ের এক আবাসন কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। বিচারপতি জি এস কুলকর্ণি এবং আর এন লাড্ডার বেঞ্চে মামলার শুনানি হয়।

পারমিতা পুথরান নামের এক ব্যক্তির মামলার ভিত্তিতে এই আদেশ আদালতের। ঘটনার সূত্রপাত রাস্তার কুকুরদের খাওয়ানোকে কেন্দ্র করে। রাস্তার কুকুরকে খাওয়ানোর জন্য আরএনএ রয়্যাল পার্কের একটি নির্দিষ্ট স্থান ব্যবহার করতেন তিনি। তবে সোসাইটির কেউ কেউ তার ওই দাবিকে নস্যাৎ করে এবং কুকুরকে যাতে ওই স্থানে খাওয়ানো না হয় তার জন্য নিষেধ করে। এবং কুকুরদের তাড়ানোর জন্য বাউন্সারও নিয়োগ করা হয় বলে অভিযোগ জানান তিনি।

এর জেরে ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। তবে আদালতের নির্দেশে কুকুরদের খাওয়ার জন্য দুপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি জায়গা নির্দিষ্ট করা হয়। এবং পরবর্তীতে যাতে কুকুরদের লাঠি নিয়ে ভয় দেখানো না হয় তার নির্দেশও দেওয়া হয় আদালতের তরফে।

তবে সোসাইটির তরফে এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে জানানো হয়েছে যে শুধুমাত্র নিরাপত্তার কারনেই আবাসনের সামনে নিরাপত্তারক্ষী রাখা হয়েছে।অন্য কোন কারনের জন্য নয় বলে জানানো হয়।