প্রতীকী ছবি (Photo Credits: PTI)

ব্যস্ত সময়ে বেপড়োয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক তরুণীর। শনিবার সকাল ১০টা নাগাদ সল্টলেকের (Salt Lake) সেক্টর ফাইভে ওয়েবেল মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় ২৫ বছর বয়সী রজনী মাহাতো নামে এক তরুণীর। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে ঘটনার পর ঘাতক বাস ও তার চালককে গ্রেফতার করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনার পর শোকস্তব্ধ তরুণীর পরিবার।

ওয়েবেল মোড়ে পথ দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন সকালে ওয়েবেল মোড়ে সাঁতরাগাছি থেকে বারাসাত রুটের একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে রজনীকে সজোরে ধাক্কা মারে। এমনকী বাসের চাকা উঠে যায় তরুণীর মাথায়। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও। তারপর রজনীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

শোকস্তব্ধ পরিবার

ঘটনার পর তীব্র যানজট সৃষ্টি হয় এলাকায়। পরে ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে খবর দেওয়া হয় রজনীর পরিবারকেও। তাঁরা ধাপা মাঠপুকুর এলাকার বাসিন্দা। আচমকা মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে শোকস্তব্ধ পরিবার।