সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি পরিচালিত পঞ্চায়েত দখল করল বিজেপি। শনিবার ভগবানপুর (Bhagabanpur) পঞ্চায়েত প্রধান পদে বসলেন উমারানি ভুঁইয়া এবং উপ-প্রধান পদে বসলেন শেখ আনোয়ার আলি। এতদিন এই পঞ্চায়েতের প্রধান বিজেপির ছিলেন এবং উপ-প্রধান ছিলেন তৃণমূলের প্রতিনিধি। কিন্তু কয়েকদিন আগেই অস্বাভাবিকভাবে মৃত্যু হয় পঞ্চায়েত প্রধানের। তারপর আবার এক বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। সেই কারণেই সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে পঞ্চায়েত দখল করে বোর্ড গঠন করল তৃণমূল।
প্রসঙ্গত, ২২ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে গত নির্বাচনে ১১ জন করে দুই দলেরই পঞ্চায়েত সদস্য ছিলেন। সেই কারণ টস করে জয় পায় বিজেপি। তারপর থেকেই বিজেপির নেতৃত্বে এই পঞ্চায়েত ভালোই চলছিল। কিন্তু সম্প্রতি প্রধানের অস্বাভাবিক মৃত্যুর পরেই ঘুরে যায় সবকিছু। বিজেপির সদস্য সংখ্যা ১১ থেকে কমে ১০ হয়ে যায়। যার ফলে নির্বাচনের প্রয়োজনও পড়ে। এরমধ্যেই আরও এক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়।
এদিন ভোট হলে তৃণমূলের পক্ষে ১২টি ভোট হলেও বিজেপির পক্ষে যায় ৮টি ভোট। নয় নম্বর পঞ্চায়েত সদস্য এদিন অনুপস্থিত ছিলেন। মনে করা হচ্ছে সেও সম্ভবত তৃণমূলে যোগ দেবেন। কার্যত বিধায়ক শুভেন্দু অধিকারীর গড়েই সামান্য এক পঞ্চায়েত দখলে রাখতে পারল না বিজেপি।