Bajrangi Bhaijaan 2 (Photo Credits: X)

মুম্বই, ৫ এপ্রিলঃ বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতে পারছে না বলিউড ভাইজান সলমন খানের (Salman Khan) ছবি। কোভিড কালের পর থেকে প্রেক্ষাগৃহে মার খাচ্ছে অভিনেতার একের পর এক ছবি। বর্তমানে বক্স অফিস ৫০০ কোটি, ১০০০ কোটি ছাপিয়ে যাওয়া ছবির ভিড়ে সলমনের ছবি টেনে কষে ১০০ কোটি পার করছে। ইদ (Eid 2025) উপলক্ষে মুক্তি পেয়েছিল এআর মুরুগাদোস পরিচালিত সিকন্দর (Sikandar)। সে ছবিও দর্শকদের মন জয় করতে ব্যর্থ হল। লাগাতার ফ্লপের মাঝে একশ্রেণীর ভক্তরা ভাইজানকে পরামর্শ দিচ্ছেন, ছবি থেকে সাময়িক বিরতি নেওয়ার জন্যে। যেমনটা শাহরুখ খান (Shah Rukh Khan) নিয়েছিলেন। কিন্তু ভাইজান একবার 'কমিটমেন্ট' করে দিলে নিজের কোথাও যে তিনি আর শোনেন না।

সিকন্দরের ব্যর্থতার মাঝেই নতুন ছবি নিয়ে কথাবার্তা শুরু করলেন সলমন (Salman Khan)। অভিনেতার অন্যতম হিট ছবির মধ্যে একটি বজরঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan)। এবার তারই সিকুয়্যালের পথে ক্রমশ এগোচ্ছেন তিনি। দিন কয়েক আগেই ছবির অন্যতম চিত্রনাট্যকার ভি. বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা করে কথা বলেন সলমন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কবীর খান (Kabir Khan) পরিচালিত ছবি 'বজরঙ্গি ভাইজান' বাণিজ্যিকভাবে সফল ভীষণ সফল। সেই সঙ্গে দর্শক এবং সমালোচক উভয়ের প্রসঙ্গ কুড়িয়েছে ছবি। তাই বক্স অফিস ভরাডুবির মাঝে সিকুয়্যালই ভরসা।

বজরঙ্গি ভাইজান ২-এর (Bajrangi Bhaijaan 2) হাত ধরে ফের একবার কবীর এবং বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে কাজ করবেন সলমন। এই সপ্তাহের শুরুতেই চিত্রনাট্যকারের সঙ্গে দেখা করেছেন অভিনেতা। যদিও বজরঙ্গি ভাইজান ২ সম্পর্কে নির্মাতাদের তরফে এখনও কোন কিছুই প্রকাশ করা হয়নি।