দিনে দুপুরে অটোর ভিতরে বসে প্রকাশ্যে নিষিদ্ধ মাদক সেবন করছেন দুই মহিলা। মুম্বইয়ের (Mumbai) মালাডের মালভানি এলাকায় দুই মহিলার কীর্তি চুপিসারে এক ব্যক্তির ক্যামেরাবন্দি হয়েছে। ওই ব্যক্তি তাঁদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কেন এইভাবে তাঁরা মাদক সেবন করছেন? এতে তাঁদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। জবাবে এক মহিলা বললেন, 'কিছু করার নেই। আমরা আসক্ত হয়ে গিয়েছি। এটা ছাড়া আমরা থাকতে পারব না'। প্রকাশ্য দিবালোকে এইভাবে দুই মহিলার নেশা করার দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।নিষিদ্ধ মাদক সেবনের সেই ভিডিয়োয় প্রতিক্রিয়া জানিয়েছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, মালভানি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়টা অবহিত করা হয়েছে। তাঁরাই পরবর্তী পদক্ষেপ নেবে।

প্রকাশ্য দিবালোকে অটোয় বসে নিষিদ্ধ মাদক সেবন দুই মহিলারঃ

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)