নতুন দিল্লি, ২৮ অক্টোবর: কিছুদিন আগেই, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কাশ্মীর নিয়ে সোচ্চার হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করে কাশ্মীরে ‘দমন-পীড়ন’ চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। যদিও, উপত্যকায় দমন-পীড়নের অভিযোগ নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, কেন্দ্র সরকার মিথ্যা বলছে বলে আগেই অভিযোগ করেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। স্থানীয় সংবাদ মাধ্যমকে ‘সত্যি কথা’ না লিখতে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এবারকাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল মঙ্গলবার সেখানে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল।
এ নিয়ে এ দিন মা মেহবুবা মুফতির টুইটার হ্যান্ডল থেকে ফের বোমা ফাটান ইলতিজা। বলেন, ‘আশা করা যায়, তাঁরা (EU) সাধারণ মানুষ, স্থানীয় সংবাদমাধ্যম, চিকিৎসক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। গোটা দুনিয়া ও কাশ্মীরের মধ্যে থাকা লোহার পর্দা উঠে যাওয়া প্রয়োজন। জম্মু-কাশ্মীরকে অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য কৈফিয়ত দিতে হবে সরকারকে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর তিন মাস হতে চলল। আন্তর্জাতিক মঞ্চে বার বার উঠে আসা সেই কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতেই কাল সেখানে যাচ্ছে প্রতিনিধি দলটি। ইতিমধ্যে ২৮ জনের প্রতিনিধি দলটি দিল্লি পৌঁছে গিয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাশ্মীর নিয়ে একপ্রস্থ আলোচনা হওয়ার কথা। এছাড়াও প্রতিনিধি দলে বেশ কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। আরও পড়ুন-Jammu and Kashmir: ইউরোপিয়ান ইউনিয়নের সফরের আগেই উপত্যকায় গ্রেনেড হামলা, আহত ৯
Sources: European Union Parliamentary delegation to visit Srinagar tomorrow. They will meet Jammu and Kashmir administration officials & local residents of Srinagar. They are also likely call on the Governor. pic.twitter.com/sCbsvCJVE6
— ANI (@ANI) October 28, 2019
Members of European Parliament which called on PM Modi at 7, Lok Kalyan Marg today are - Germany's Bernhard Zimniok, Germany's Lars Patrick Berg, France's Virginie Joron, Spain's Hermann Tertsch, Poland's Kosma Zlotowski, Poland's Bogdan Rzonca, Poland's Elzbieta Rafalska.
— ANI (@ANI) October 28, 2019
উল্লেখ্য, গত পাঁচ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা (Article 370) বিলোপের পর থেকেই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে উপত্যকায়। আপাতত ল্যান্ডলাইন ও পোস্টপেড টেলি যোগাযোগ সচল হলেও, এখনও উপত্যকার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। এদিকে (EU Delegation) প্রতিনিধি দলটির কাশ্মীর পরিদর্শনে যাওয়ার কথা টুইটে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। সেখানে গিয়ে প্রতিনিধি দলের সদস্যরা কাশ্মীরের পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করবেন।