কলকাতা, ২৭ নভেম্বর: প্রেসিডেন্সির (Presidency University) পর এবার যাদবপুর৷ ৩ বছর পর ফের ভোটের দামামা বাজল যাদবপুরে৷ আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি ছাত্রভোট অনুষ্ঠিত হবে যাদবপুরে৷ একইদিনে বিশ্ববিদ্যালয়ের ৩ বিভাগেই অনুষ্ঠিত হবে ভোট৷ কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং এই ৩ বিভাগেই ভোট হবে ১৯ তারিখেই৷ ২০ ফেব্রুয়ারি হবে ভোটগণনা৷
অবশেষে কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কিছুটা নরম হয় তৃণমূল সরকার (Trinamool Government)৷ নির্দেশ দেওয়া হয়, ছাত্র সংসদের ভোট হবে নাকি কাউন্সিল ভোট হবে তা ঠিক করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষই। এরপরেই প্রেসিডেন্সিতে ছাত্র ভোট অনুষ্ঠিত হয়৷ যাদবপুরেও সেই একই গান। নতুন কাউন্সিলের নিয়মবিধি অনুসারে ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন করবে প্রতিষ্ঠানের প্রধান। সাধারণ সম্পাদক ও সহ সম্পাদক নির্বাচন হবে ছাত্রভোটের মাধ্যমে। আরও পড়ুন: Prashant Kishor Report Card: রিপোর্ট কার্ড বের করলেন প্রশান্ত কিশোর, আগামী নির্বাচনে ফিরছে তৃণমূলই
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভের পরই মমতা ব্যানার্জীর (CM Mamata Banerjee) সরকার নির্দেশিকা জারি করে জানায়, এখন থেকে আর ছাত্র সংসদ ভোট হবে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে। তার বদলে হবে গঠন করা হবে নতুন ছাত্র কাউন্সিল। সরকারের এই ঘোষণারই পরই কাউন্সিল মডেলকে চূড়ান্তভাবে 'অগণতান্ত্রিক’ ও 'ছাত্রস্বার্থ বিরোধী' বলে চিহ্নিত করে রাস্তায় নামে যাদবপুর-প্রেসিডেন্সি সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজ্য জুড়ে একাধিকবার প্রতিবাদ কর্মসূচীরও ডাক দেয় এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠনগুলি।