নতুন দিল্লি, ১ জুন: বিমান (Airlines) যাত্রায় করোনা সংক্রমণের ঝুঁকি ব্যাপক। তাই যাত্রীদের সুরক্ষা নিয়ে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপের পর বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে বিমান সংস্থাগুলিকে একাধিক নির্দেশ দিয়েছে সিভিল এভিয়েশন (ডিজিএসিএ) ডিরেক্টর জেনারেল (DGCA Director General)। ডিজিসিএ জানান, বিমান যাত্রীরা মালপত্র এবং আসন ক্ষমতা পূর্ণ হলে মাঝের আসনটি যাতে খালি রাখা যায় এমনভাবে আসন ব্যবস্থা করতে হবে। আর বিমানের সব আসন পূর্ণ হয়ে গেলে মাঝের আসনে যাত্রীকে বসানো যেতে পারে। কিন্তু তার জন্যও মানতে হবে বিশেষ নিয়ম।
ডিসিজিএ-র ডিরেক্টর জেনারেল জানান, মাঝের আসনের যাত্রীটিকে 'র্যাপ অ্যারাউন্ড গাউন'-র (Wrap around Gown) মতো প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করতে হবে বিমান সংস্থাকে। তবে, একসঙ্গে যাত্রা করা কোনও পরিবারকে মাঝের আসন বরাদ্দ করা যেতে পারে। তিনি আরও বলেছেন, তিন স্তরের সার্জিক্যাল মাস্ক, ফেস শিল্ড এবং স্যানিটাইজার-সহ যাত্রীদের নিরাপত্তা কিট সরবরাহ করা হবে।
আরও পড়ুন, করোনাত্রস্ত মুম্বইকে বাঁচাতে কেরালা থেকে আসছে ১০০-রও বেশি চিকিৎসক-নার্সের দল
#FLASH Airlines shall allot seats in a manner that the middle seat is kept vacant if passenger load and seat capacity permits, if not then middle seat passenger must be provided protective equipment: Directorate General of Civil Aviation pic.twitter.com/xpTXuI63Hb
— ANI (@ANI) June 1, 2020
বিমানে কোনও খাবার পরিবেশন করা হবে না না। শুধুমাত্র জলের বোতল দেওয়া হবে। বিমান সংস্থাগুলি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাটি এমনভাবে প্রতিস্থাপন করবে যাতে স্বল্পতম ব্যবধানে বায়ু চলাচল করে। গত মাসে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সামাজিক দূরত্ব মানতে বিমানের মাঝের আসন খালি রাখা কোনও কার্যকর বিকল্প নয়।