Instagram (Photo Credits: Wikipedia)

নয়াদিল্লি: ছত্তিশগড়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। জাঞ্জগির-চাম্পা জেলার ১৯ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর (Content Creator) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম (Instagram) লাইভ স্ট্রিমিংয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় লাইভে আত্মহত্যার সময় তাঁর অনেক অনুগামীরা আতঙ্কিত হয়ে দেখেছিল। স্থানীয় কয়েকজন তাঁকে বাঁচানোর চেষ্টা করে, তাঁর বাড়িতে ছুটে আসে, তবে ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা দরজা ভেঙে যখন ঘরে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে  মৃত ঘোষণা করা হয়।

নবগড় থানার ইনচার্জ ভাস্কর শর্মা জানিয়েছেন যে মিসদা গ্রামের যুবতী অঙ্কুর নাথ তাঁর বাড়ির একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে, তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডলে লাইভে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে মেয়েটির একজন অনুসরণকারী পুলিশকে বলেছে যে তিনি ৩০ ডিসেম্বর ইনস্টাগ্রামে তাঁর লাইভটি দেখছিলেন। যুবতীর মানসিক অবস্থা ও আত্মহত্যার আগের ঘটনা জানতে তাঁর মোবাইল ফোন পরীক্ষা করছে পুলিশ।