
কলকাতা, ১ জুনঃ পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীর সেনার 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান নিয়ে যখন ভারতবাসী জয়জয়কার করছে সেই আবহে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর ঘিরে আপত্তিকর ভিডিও পোস্ট করে বিপাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Sharmistha Panoli)। শুক্রবার গুরুগ্রাম (Gurugram) থেকে গ্রেফতার হয়েছেন তিনি। কলকাতা পুলিশ (Kolkata Police) গ্রেফতার করেছে শর্মিষ্ঠাকে। অশান্তি তৈরি, সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছে বছর ২২-এর তরুণীর বিরুদ্ধে। গ্রেফতারির পর তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তকে ১৪ দিন অর্থাৎ ১৩ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কে এই শর্মিষ্ঠা পানোলি?
পুনে ল ইউনিভার্সিটির ছাত্রী শর্মিষ্ঠা পানোলি। আইন নিয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বটে। অপারেশন সিঁদুর নিয়ে ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন শর্মিষ্ঠা। অভিযোগ, ওই ভিডিওয় ইসলাম ধর্মকে আঘাত করে মন্তব্য করেন তিনি। শর্মিষ্ঠার ভিডিও দেখে ক্ষেপে ওঠে ভারতীয় মুসলিম সমাজ। ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। গত ১৫ মে কলকাতার গার্ডেনরিচ থানায় শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি নোটিস জারি করা হয়।
শুক্রবার হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার হন শর্মিষ্ঠা। শনিবার তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। এদিনই তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিন আদালত থেকে বেরিয়ে এসে পুলিশ ভ্যানে ওঠার সময়ে আইনের ছাত্রী শর্মিষ্ঠা চিৎকার করে বলেন, 'এটাকে গণতন্ত্র বলে না'।
জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli) তাঁর সোশ্যাল হ্যান্ডেল থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে ভুরিভুরি অশালীন ভাষা ব্যবহার করেন তিনি। যা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার জন্যে যথেষ্ট। এরপরেই তাঁর উপর চটে যায় নেটবাসী।