ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। খালে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে মৃত্যু হল যুবকের। বৃহস্পতিবার বিকেলে মধ্যমাগ্রামের (Madhyamgram) দিয়ারা গ্রামের নোয়াই খালে ঘটনাটি ঘটেছিল। যদিও ঘন্টার পর তল্লাশি অভিযান চালিয়েও সেই সময় দেহ উদ্ধার করা যাচ্ছিল না। রাত পেরিয়ে শুক্রবার সকালেও ডুবুরি নামিয়ে খোঁজাখুজি করা হয়। অবশেষে এদিন দুপুরের দিকে উদ্ধার হয় ঋষভ কুণ্ডু নামে ওই যুবকের দেহ। দেহ উদ্ধার করেই সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের আগে অবধিও জীবিত অবস্থায় ফিরে আসার ক্ষীণ আশা দেখছিল পরিবার। কিন্তু দুপুরের পর থেকেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
জানা যাচ্ছে, এদিন বিকেলের দিকে নোয়াই খাল লাগোয়া একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন বছর ২০-এর ঋষভ। বলটি খালে পড়ে যেতে তা তুলতে যান ওই তরুণ। সেখানেই কাদাজলে আটকে যায় তাঁর পা। তাঁকে উদ্ধার করতে এগিয়ে যায় বন্ধুবান্ধব ও স্থানীয়রা। কিন্তু কারোরই সাহস হয়নি ওখানে নেমে ঋষভকে উদ্ধার করার। শেষে পুলিশ ডাকা হয়। তবে ওই এলাকা রাজারহাট নাকি মধ্যমগ্রাম পুলিশের আওতায় পড়ে সেই নিয়ে সমস্যা সৃষ্টি হয়।
অবশেষে দুই থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতি শুরু হয় উদ্ধার অভিযান। তারপরেই দফায় দফায় ডুবুরি নামিয়ে চলে দেহ উদ্ধারের কাজ। শেষমেশ শুক্রবার বেলার দিকে উদ্ধার হয় যুবকের নিথর দেহ। যদিও মৃত্যুর কারণ আর সময় জানার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।