শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূরেই গিয়েছিলেন। আর তাতেই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হলেন সৌরভ (Sourav Ganguly) তনয়া সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি উল্টে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। যদিও সানা অপরপ্রান্তে বসেছিলেন, সেই কারণেই চোট পাননি তিনি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে পুলিশ। তাঁরাই গাড়ি থেকে সানাকে উদ্ধার করে। এরপর তিনি বাড়িও চলে যান। অন্যদিকে ওই বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে হামেশাই ছোটবড় দুর্ঘটনা ঘটে থাকে। মূলত বাসের রেষারেষির কারণেই এই ঘটনাগুলি ঘটে। এদিনের ঘটনা সানার গাড়ির কিছুটা অংশ তুবড়ে গিয়েছে বলে খবর। তবে গাড়ি উল্টে গেলে আরও বড়রকমের দুর্ঘটনা ঘটত। কিন্তু চালকের তৎপরতায় এ যাত্রায় কিছু ঘটেনি সানার ওপর। যদিও এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এই ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।