Mohammed Shami (Photo Credit: GT/ X)

Bengal Captain Sudip Gharami hits Ton: বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)- তে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। শুক্রবার হায়দরাবাদে গ্রুপ ই-তে তাদের পঞ্চম ম্যাচে বিহারকে ৬ উইকেট হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার বিষয়ে এগিয়ে থাকল বাংলা। দিল্লি, বরোদা, কেরলের পর এবার বিহারকে হারাল বাংলা। সুদীপ্ত ঘরামির অনবদ্য সেঞ্চুরি ও প্রদীপ্ত প্রামাণিক, মহম্মদ সামিদের দারুণ বোলিংয়ে ভর করে বিহারকে এদিন হেলায় হারাল বাংলা। ৫টি খেলে ৪টি-তে জয়, একটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার সুবাদে সুদীপ ঘরামির দলের পয়েন্ট দাঁড়াল ১৮। গ্রুপে বাংলাউ শীর্ষে। বাংলার আর একটা ম্যাচ বাকি থাকল, মধ্যপ্রদেশের বিরুদ্ধে রবিবার। গ্রুপ থেকে একটি দল সরাসরি শেষ আটে উঠবে। দ্বিতীয় দলের কাছে প্রিমিলিমারি কোয়ার্টারে খেলার সুযোগ থাকবে।

কীভাবে জিতল বাংলা

বিহারের করা ২৩৫ রান ৪ উইকেট হারিয়ে ৪৫ বল হাতে রেখে জিতে নেয় বাংলা। বাংলার অধিনায়ক তথা ওপেনার সুদীপ ঘরামি ১২৮ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। সুদীপ ১৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন। ওপেনিং পার্টনারশিপে সুদীপ ও অভিষেক পোড়েল (৫৩ বলে ৫৫) ১১১ রান করে দলের জয়কে সহজ করেন। তবে বিনা উইকেটে ১১১ থেকে পর তিনটে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা। অভিষেকের আউটের পরই দ্রুত আউট হয়ে গিয়েছিলেন সুদীপ চ্যাটার্জি (১) ও অনুষ্টুপ মজুমদার (০)। কিন্তু প্রথম সুমন্ত গুপ্ত (২৯ বলে ৩০) ও শেষে করণলাল (৩৯ বলে ৩৭ অপরাজিত)-কে সঙ্গে নিয়ে অধিনায়কচিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সুদীপ ঘরামি।

দারুণ বোলিং প্রদীপ্ত-র

বিহারের পীযুষ সিং (৮৯)-এর দুরন্ত ইনিংস বৃথা যায়। ৩৪ রানে ৩ উইকেটের দুরন্ত স্পেল করেন বাংলার স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। চোট সারিয়ে মাঠে নেমে ৮ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নেন সামি। একটা সময় সামির বোলিং হিসেব ছিল ৫ ওভারে ৬ রান দিয়ে ১ উইকেট। মুকেশ কুমার ও করণলাল ২টি করে, কৌশিক মাইতি একটি উইকেট নেন।

চলতি বিজয় হাজারে ট্রফিতে বাংলা

১) দিল্লির বিরুদ্ধে ৬ উইকেটে হারায় (৫১ বল হাতে রেখে)

২) ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়

৩) বরোদার বিরুদ্ধে ৭ উইকেটে হারায় (৪২ বল হাতে রেখে)

৪) কেরলের বিরুদ্ধে ২৪ রানে জয়ী

৫) বিহারের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী (৪৫ বল হাতে রেখে)

৬) গ্রুপের শেষ ম্যাচে বাংলার মুখোমুখি মধ্যপ্রদেশ (রবিবার, ৫ জুন)।