দিন যত পেরোচ্ছে, তত এগিয়ে আসছে নিমিশা প্রিয়ার (Nimisha Priya) মৃত্যুদণ্ডের দিন। ইয়ামেনের এক নাগরিককে খুন করার অপরাধে ২০১৭ সাল থেকে চলছে এই মামলা। আগামী ১ মাসের তাঁর মৃত্যুদণ্ড হতে চলেছে। এই নিয়ে ভারত ইয়ামেন সরকারের সঙ্গেও যোগাযোগ রেখেছে। অন্যদিকে সানা শহর হুতিদের দখলে থাকার কারণে ইরানও এই নিয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তবে কোনওভাবেই এখন মৃত্যুদণ্ড টলানো যায়নি। এই নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে (Randhir Jaiswal) প্রশ্ন করা হলে শুক্রবার তিনি বলেন, ইয়ামেনের জেলবন্দি কেরলের নার্সকে মুক্ত করার জন্য আমরা সহায়তার হাত বাড়িয়েছি।

প্রসঙ্গত, ২০১৭ সালে ইয়ামেনে কেরলের পালাক্কড় জেলার কোল্লেনগোড়ের বাসিন্দা নিমিশা প্রিয়া ব্যবসায়িক সহযোগী তালাল আবদো মাহিদকে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত হন। আসলে তালালের কাছে নিমিশার পাসপোর্ট ছিল। সেটি নেওয়ার একাধিকবার চেষ্টা করেছিলেন নিমিশা। অভিযোগ, তাঁকে অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ দেওয়ার কারণে মৃত্যু হয়। আর সেই কারণেই নিমিশাকে গ্রেফতার করা হয়েছিল। ২০২০ সালে নিম্ন আদালত তাঁর মৃত্যুদণ্ডের সাজা শোনায়। এরপর নিমিশার পরিবার সর্বোচ্চ আদালতেও আবেদন করে। কিন্তু ২০২৩-এ সেই আর্জি খারিজ হয়ে যায়।