নয়াদিল্লি: যদি দুজন বিবাহিত মহিলা ও পুরুষ নিজেদের ইচ্ছায় শারীরিক সম্পর্কে (Sexual relationship) লিপ্ত হয়। আর পরে একে অপরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা (legal procedure) নিতে চান তাহলে কোনও ভাবেই মহিলাটি পুরুষের বিরুদ্ধে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি (False Promise Of Marriage) দিয়ে ধর্ষণের মামলা (rape case) দায়ের করতে পারবেন না। সম্প্রতি একটি মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশই দিল দিল্লি হাইকোর্টের (Delhi High Court) বিচারপতি সরণ্যা কান্ত শর্মার বেঞ্চ।
বিচারপতির তরফে জানানো হয়েছে, কোনও অবিবাহিত মহিলাকে যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হয়। আর পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় তাহলে ধর্ষণের মামলা দায়ের করতে পারেন তিনি। কিন্তু, কোনও বিবাহিত মহিলা সেই মামলা দায়ের করতে পারেন না কারণ তিনি ইতিমধ্যেই অন্য একজনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ। তাই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি হওয়ার অভিযোগ তিনি করতে পারেন না। তাঁর এই দাবি কোনওভাবে আইনিভাবে মান্যতা পাবে না।
তাই আদালতের তরফে এই সংক্রান্ত মামলাটি খারিজ করে দিয়ে জানানো হয়, দুজন বিবাহিত মানুষ যখন তাদের সঙ্গীদের বাইরেও একে অপরের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকে তাঁরা বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মামলা দায়ের করতে পারেন না। আরও পড়ুন: Priyanka Gandhi In Bhilai: ছত্তিশগড়ে লোকশিল্পীদের সঙ্গে নাচে মত্ত প্রিয়াঙ্কা গান্ধী, ভিডিয়োতে দেখুন সেই নাচ ও শুনুন কংগ্রেস নেত্রীর বক্তব্য
Married Woman Can't Prosecute For Rape On False Promise Of Marriage: Delhi High Court | @nupur_0111 https://t.co/gaheB1At1J
— Live Law (@LiveLawIndia) September 21, 2023