Delhi Air Pollution (Photo Credits: ANI)

Delhi Air Pollution: টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারা-র করা ৪০০ রানকেও হারিয়ে দিল দিওয়ালির দিল্লি -র(Delhi) বায়ুদূষণের (Air Pollution) 'স্কোর'। কাল, বৃহস্পতিবার দিওয়ালিতে বিকাল ৫টা ও রাত ১১টায় দূষণের মাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল যথাক্রমে ৪০৩ ও ৩৮৬। দিওয়ালির আগে বিকেল ৫টা ও রাত ১১টায় দূষণের মাত্রা ছিল ৪১২ ও ৪২৭। গত দু তিন বছরে দিল্লির AIQ কখনই ৪০০ পাড় করেনি। গত দু বছরে দিওয়ালিতে মানুষের সচেতনায় AIQ-এ কিছুটা উন্নতি ঘটাতে পেরেছিল দিল্লি। তবে আবার সেই 'যেই কে সেই' ফিরল।

দিওয়ালির পরদিন আজ, শুক্রবার সকাল ১১টায় দিল্লির বায়ুর গুণসূচক মান (AQI) মান ৩৮৫। যাকে বেশ খারাপ হিসেবে ধরা হয়। তবে গতকাল, বৃহস্পতিবার দিওয়ালিতে দিল্লির AQI ৪০০ পাড় করে গিয়েছিল।

দূষণ রুখতে দিল্লিতে বাজি ফাটানো নিষিদ্ধ কা হলেও, সরকারী নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই দিওয়ালির আতসবাস বাজীতে মাতে রাজধানীবাসী। আতসবাজীর সঙ্গে শব্দদানবের অত্যাচারে দূষণের চাদরে মুখ ঢাকে দিল্লির আকাশ।

দিল্লির বায়ু দূষণের মাত্রা

ঘন ধোঁয়াশা রাজধানীর আকাশ জুড়ে। সকাল সকাল দুষ্কর হয়ে পড়েছে দৃশ্যমানতা। বৃহস্পতিবার রাত থেকেই 'স্মগের' চাদরে ঢেকে ছিল দিল্লি। শুক্রবার সকালেও 'স্মগমুক্তি' হল না দিল্লির। একাধিক জায়গায় কালো ধোঁয়ার চাদর ঘিরে ধরল দিল্লিকে।

গত তিন -চার বছরের তুলনায় এবার দিওয়ালিতে দিল্লির দূষণের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের হিসেব বলছে, যেখানে AIQ ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকলে বায়ূর মান খারাপ বলে বিবেচত হয়। আর ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে তা 'অত্যন্ত সঙ্কটজনক'জায়গায় রয়েছে বলে ধারা হয়।

২০২৩ সালে দিওয়ালিতে দূষণের মাত্রা ছিল গড়ে ২২৫। আর ২০২২ সালে সেটা ছিল গড়ে সাড়ে তিনশো। কিন্তু এবার সেটা চারশো ছাড়িয়ে গিয়েছে।

এবার শীত পড়লেই দিল্লির বায়ু দূষণ আরও সঙ্কটজনক যেতে পারে বলে আশঙ্কা। দিল্লিবাসীর দেদার বাজি ফাটানোর সঙ্গে পাঞ্জাব-হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানো নিয়ন্ত্রণে না আসা, গাড়ির ধোঁয়ায় আগামী দিনে আরও বিপদ বাড়াতে চলেছে রাজধানীবাসীর।