ভারতীয় রেল। Image used for representational purpose | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৮ জুন: চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল ভারতীয় রেল। কাজে গতি না থাকার পরিপ্রেক্ষিতে বেইজিং ন্যাশনাল রেলওয়ে গবেষণা এবং ডিজাইন ইনস্টিটিউট অফ সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশন গ্রুপ কম্পানি লিমিটেডের (Beijing National Railway Research and Design Institute of Signal and Communication Group Co. Ltd) সাথে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া (Dedicated Freight Corridor Corporation of India)। ২০১৬ সালে, চিনের এই সংস্থাটি ৪০০ কিলোমিটারেরও বেশি রেল লাইনে সিগনালিং সিস্টেম স্থাপনের টেন্ডার পেয়েছিল। সরকারি আধিকারিকদের মতে, রেলের মেগা এই প্রজেক্টের জন্য এরাই ছিল একমাত্র চিনা সংস্থা।

প্রায় ৫০০ কোটি টাকার এই চুক্তিতে উত্তরপ্রদেশের নতুন ভাউপুর-মুঘলসরাই বিভাগে ৪১৩ কিলোমিটারের দুটি লাইনের জন্য নকশা, নির্মাণ, পরীক্ষা, সরবরাহ, টেলিযোগাযোগ, সিগনালিং কমিশনের পাশাপাশি সংশ্লিষ্ট কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির ফান্ডের জন্য ইতিমধ্যেই ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DFCCIL) বিশ্ব ব্যাঙ্কের কাছে আবেদন করেছে। জানা যাচ্ছে যে কাজের অগ্রগতি এবং অন্যান্য ইশুতে ধারাবাহিকভাবে অসন্তুষ্ট হয়েই চিনের এই সংস্থাকে দরজা দেখানোর পরিকল্পনা করা হয়। আরও পড়ুন: Boycott Chinese Goods Protests: চিনা পণ্য বয়কটের দাবিতে পুড়ছে জিনপিংয়ের কুশপুতুল, মেড-ইন-চায়না লেখা টিভি ভাঙচুর

চিনা আগ্রাসনের জবাবে সেদেশের পণ্য বয়কটের (Boycott Chinese Goods Protests) দাবিতে জ্বলে উঠল দেশের একাধিক প্রান্ত। গলওয়ান ভ্যালিতে (Galwan Valley) সীমান্তে সংঘর্ষের জেরে শহিদ হয়েছেন ২০ জন জওয়ান, গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদেই রাজনীতিবিদ-সহ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সরব হয়ে উঠলেন। রাস্তায় নেমে এসে চিনা পণ্য বয়কটের (Ban on Chinese goods and products) দাবিতে সোচ্চার হলেন তাঁরা।