প্রতীকি ছবি

দিল্লি, ২৩ জুন: ডেল্টার পর এবার ডেল্টা প্লাস (Delta Plus)। ভারতবর্ষের ৪ রাজ্যে মিলল ডেল্টা প্লাস নামে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট। যা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে।

মহারাষ্ট্র (Maharashtra), কেরল, তামিলনাড়ু (TamilNadu) এবং মধ্যপ্রদেশে ডেল্টা প্লাসের সন্ধান মিলেছে। এই ৪ রাজ্যে যাতে করোনার পরীক্ষা নীরিক্ষায় আরও জোরদেওয়া হয় এবং টিকাকরণ (Vaccination) করা হয় নিয়ম মেনে, সেই সব দিক লক্ষ্য রাখতে হবে বলে জানানো হয় কেন্দ্রের তরফে।

আরও পড়ুন: Corona-র ডেল্টা প্লাসে আক্রান্ত ২১ জন, মহারাষ্ট্রে আতঙ্ক

পাশাপাশাশি করোনার (Corona) এই নয়া প্রজাতি ডেল্টা প্লাস নিয়ে চিন্তা বাড়ছে। অর্থাৎ এই প্রজাতিকে 'ভ্যারিয়েন্ট অফ কনসার্ন' বলও চিহ্নিত করা হয়েছে মোদী সরকারের তরফে। চলতি বছরের মার্চে প্রথম ডেল্টা প্লাসের সন্ধান মেলে ইউরোপে। ওই সময় বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে সেভাবে চিন্তাভাবনা না করলেও, বর্তমানে কোভিডের এই নয়া প্রজাতি নিয়ে। করোনার এই ডেল্টা প্লাস প্রজাতির জেরে ভারতবর্ষে ফের তৃতীয় ঢেউ থাবা বসাবে কি না, তা নিয়ে জো জল্পনা শুরু হয়েছে।