নির্মলা সীতারমন,

Budget 2025: শনিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের  ৭৭ মিনিটের সংক্ষিপ্ত বক্তৃতায় একাধিক বড় ঘোষণা হল বাজেটে। সারাদিন ধরে কেন্দ্রীয় বাজেট নিয়ে নানা ধরনের খবর হল।

এক নজরে জেনে রাখুন-এবারের কেন্দ্রীয় বাজেটে দশটি গুরুত্বপূর্ণ জিনিস--

১) আয়কর ছাড়:

বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না। এত দিন এই সীমার মাত্র ছিল ৭ লক্ষ টাকা পর্যন্ত। মুদ্রাস্ফীতিতে কোণঠাসা মধ্যবিত্তদের স্বস্তি দিতে একলাফে এই সীমা আরও ৫ লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হল। যাঁরা মাসে ১ লক্ষ টাকা আয় করেন, তাঁদের কোনও রকম আয়কর দিতে হবে না। ফলে দেশের প্রায় এক কোটি মানুষকে কোনওরকম আয়কর দিতে হচ্ছে না। ভাড়ার উপর ছাড় ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হবে।

২) কর্কট ক্রান্তি:

ক্যানসার-সহ একাধিক মারণরোগের ৩৬টি জীবনদায়ী ওষুধে ১০০ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন-মোদীর তৃতীয় ইনিংসে বাজেট পেশ, কীসের দাম কমল, আর কীসের বাড়ল, দেখুন এক নজরে

৩) ভোট বিহার-এ-বাজেট:

চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন। এই বোট মোদী সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর সেই দিকে তাকিয়ে বিহারবাসীর জন্য বড় সব ঘোষণা করা হল। বিমানবন্দর থেকে আইআইটি-র সম্প্রসারণ, মাখনা বোর্ড। একের পর এক চমক থাকল বিহারের জন্য, সেগুলি হল- পটনা আইআইটি-ও সম্প্রসার, রাজগীর এবং ভাগলপুরে গ্রিনফিল্ডে বিমানবন্দর তৈরি,মিথিলাঞ্চলে ৫০ হেক্টরের ওপরে পশ্চিম কোসি প্রকল্পে সাহায্য।

৪) আকাশে আশার আলো:

কেন্দ্রীয় বাজেট মহাকাশ গবেষণায় বরাদ্দ করা হল ১৩৪১৬.২০ কোটি টাকা। যা গতবারের থেকেও অনেকটা বেশি।গত বছরের বাজেটে ১৩০৪২.৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই হিসেবে এবার ৪০০ কোটিরও বেশি বরাদ্দ করা হয়েছে।

৫) ডিফেন্সে ডমিনেট:

এবার বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে করা হল ৬ লক্ষ ৮১ হাজার কোটি টাকা। সামরিক সেনা, বায়ুসেনা, ও জলসেনায় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আধুনিকরণের জন্য রেকর্ড অর্থ ব্যয় করা হবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নীতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে বাজেটের বরাদ্দও। চলতি বছরে গতবারের তুলনায় প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ৯ শতাংশ।

৬) কিসের কিসের দাম বাড়ছে:

আমদানি করা, টেপ। পিভিসি ফ্লেক্স ব্যানার, আমদানিকৃত জুতো, স্মার্ট মিটার, ফেব্রিক্স, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে।

৭) কিসের দাম কমছে:

ক) ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের একাধিক ওষুধের দাম কমতে চলেছে।

খ) লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন।

গ) বৈদ্যুতিন জিনিসে শুল্ক কমানো হয়েছে। তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি।

ঘ) মোবাইল ফোন সস্তা হল - মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে।

ঙ) চামড়ার জিনিসের - চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে। সস্তা হবে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস।

চ) বৈদ্যুতিক গাড়ির দাম কমল - ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি।

ছ) সামুদ্রিক মাছ-সহ একাধিক সামুদ্রিক মাছের দামও কমবে।

৮) বাংলার ঝুলি শূন্য-

বিহারের জন্য একের পর এক প্রকল্প ঘোষণা করা হলেও বাংলার ঝুলি কার্যত শূন্যই রইল।