নরেন্দ্র মোদী সরকারে এতদিন পর্যন্ত সবথেকে বেশি সমালোচনার জায়গায় ছিল অর্থ মন্ত্রক। তবে ২০২৫-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) বাজেট পেশের পর সমালোচনা কিছুটা হলেও কমেছে। শনিবার সকাল থেকেই বাজেট পেশ নিয়ে কৌতুহল ছিল তুঙ্গে। বিশেষ করে আয়করের ওপর কী ছাড় দিতে চলেছে সেই নিয়ে মধ্যবিত্তের একটি বিরাট অংশের মানুষ উদ্বিগ্ন ছিল। তবে বাজেট পেশের পর মোদী সরকারের কাছে সবথেকে বেশি অ্যাডভান্টেজের জায়গা হয়ে উঠল এই আয়কর বিভাগ। কারণ অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১২ লক্ষ টাকা আয়ে কোনও ছাড় দিতে হবে না।

আয়করে ছাড়ের পাশাপাশি একাধিক জিনিসপত্রের দাম হল সস্তা। সেগুলি হল-

ক্যানসার সহ ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এছাড়া ৬টি  জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে।

দাম কমেছে লিথিয়াম আয়ন ব্যাটারি স্ক্র্যাপ, এলইডি, জিঙ্ক, কোবাল্ডের পণ্য, ১২টি বিশেষ খনিজ থেকে শুল্ক সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সস্তা হবে এলসিডি, এলইডি টিভি, মোবাইলের ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ির দাম।

১০ বছরের জন্য শুল্ক সরানো হল জাহাজ নির্মাণের কাঁচামালের ওপর।

ফ্রোজেন মাছের পেস্ট (সুরিমি), সামুদ্রিক মাছ সহ একাধিক সি-ফুডের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যানালগ পণ্যের ওপর শুল্ক হ্রাস করে ৩০ শতাংশের বদলে ৫ শতাংশ করা হবে।

দাম কমানো হবে দেশীয় পোশাকের।

দাম কমবে চামড়াজাত দ্রব্য অর্থাৎ ব্যাগ, বেল্ট, জুতো, লেদার জ্যাকেটের।

দাম কমবে মেডিকেল ও সার্জিকাল সরঞ্জামের।

দাম বাড়ল কীসের?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।