নতুন দিল্লি, ১৯ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Act) ও NRC-র বিরোধিতায় সকাল থেকেই উত্তপ্ত দেশের বিভিন্ন রাজ্য। ১৪৪ ধারা উপেক্ষা করে দিল্লি (Delhi) থেকে হায়দরাবাদ (Hyderabad), মহারাষ্ট্র (Maharastra), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে কর্নাটক সর্বত্র রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হলেন হাজার হাজার মানুষ। আটক করা হল ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, সিপিএম নেত্রী বৃন্দা কারাতসহ আরও অনেক ব্যক্তিকে। দিল্লিতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে শামিল হন কয়েক হাজার মানুষ। আগাম সতর্কতা নিতে বন্ধ করে দেওয়া হয়েছে ১৮টি মেট্রো স্টেশন। এর ফলে তীব্র যানজটে জেরবার দিল্লি-গুরুগ্রাম সীমানা। দিল্লির সীমানা লাগোয়া এনএইচ ৪৮, এমজি রোড এবং দিল্লি-গুরুগ্রাম জাতীয় সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। ফলে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে। আর এর প্রভাব পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে বিমান চলাচলে। ১৬টি বিমান দেরিতে রওনা দিয়েছে। যানজটে কর্মীরা আটকে পড়ার কারণে ইন্ডিগো (Indigo) ২০টি বিমান বাতিল করেছে।
যদিও তারা যাত্রীদের জন্য রিসিডিউলের ব্যবস্থা করেছে। এছাড়া ক্যানসেলেশান ও রিসিডিউল চার্জ তারা নিচ্ছে না। বিমান সংস্থা ভিস্তারাও (Vistara) ট্র্যাফিক পরিস্থিতির কারণে যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে। বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, "দিল্লি-গুরুগ্রাম হাইওয়েতে যানজটের কারণে যে সকল যাত্রী বিমানটি মিস করেছেন, তাঁদের দিল্লি থেকে অতিরিক্ত ফি বা ভাড়া ছাড়াই পরবর্তী ভিস্তারার ফ্লাইটে সিট দেওয়া হবে।" আরও পড়ুন: Ramachandra Guha Detained: বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ
Air India: In view of the current heavy traffic congestion along the Gurugram-Delhi highway, resulting in inconvenience to passengers, reissue/no-show/cancellation and refund charges for all domestic & international tickets for travel from Delhi on 19th Dec 2019 shall be waived. pic.twitter.com/qcV5Cj6CaR
— ANI (@ANI) December 19, 2019
ইন্ডিগো ও ভিস্তারার পাশাপাশি এয়ার ইন্ডিয়াও একই রাস্তায় হেঁটেছে। তারাও সমস্ত রকমের ক্যানসলেশান ফি তুলে দিয়েছে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য। এয়ার এশিয়া ও স্পাইস জেট তাদের যাত্রীদের জন্যও এই ব্যবস্থা চালু করেছে।